• সোনাদায় দুর্ঘটনার কবলে গাড়ি, মৃত ২, আহত ৬
    দৈনিক স্টেটসম্যান | ৩১ অক্টোবর ২০২৫
  • ফের উত্তরবঙ্গে দুর্ঘটনা।  শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মৃত ২ এবং আহত ৬। বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে বলে খবর। আহতদের সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা করা হয়। তারপর গুরুতর আহতদের দার্জিলিং সদর হাসপাতালে রেফার করা হয়।

    ঘটনার পরেই দ্রুত গতিতে শুরু হয় উদ্ধারকাজ। জোরবুঙ্গালো থানা, সোনাদা পুলিশ ফাঁড়ি, সোনাদা ট্রাফিক পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার কাজ চালায় বলে খবর। আহতদের দেখতে সোনাদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসেন জিটিএ-র উপ-চেয়ারম্যান রাজেশ চৌহান, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান দিবস ছেত্রী এবং কর্মাধ্যক্ষ বাবিন্দ্র রায়-সহ অন্যান্যরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)