• উচ্চমাধ্যমিক সেমেস্টারের ফলপ্রকাশ, প্রথম দশে ৬৯ জন, মেধাতালিকায় মাত্র ৩ জন ছাত্রী
    দৈনিক স্টেটসম্যান | ৩১ অক্টোবর ২০২৫
  • প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফলাফল। ঠিক ৩৯ দিনের মাথায় শুক্রবার ফল প্রকাশ করল পর্ষদ। এদিন বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চমাধ্যমিকের প্রথম পর্বে পাসের হার ৯৩.৭২ শতাংশ এবং প্রথম দশে রয়েছে ৬৯ জন। পাসের নিরিখে প্রথমস্থানে আছে দক্ষিণ ২৪ পরগনা এবং দ্বিতীয় স্থানে নদিয়া। ১২ নম্বরে রয়েছে কলকাতা।   তবে এই ফল শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে পর্ষদ।

    এই প্রথম সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা হল। প্রথমপর্বের পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। নতুন নিয়ম অনুযায়ী এবছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৪টি সেমেস্টারে পরীক্ষা হবে। তৃতীয় ও চতুর্থ সেমেস্টার নিয়ে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের প্রথম পর্যায় অর্থাৎ তৃতীয় সেমেস্টার হয়েছে সেপ্টেম্বরে। দ্বিতীয় পর্যায় অর্থাৎ চতুর্থ সেমেস্টার হবে আগামী বছর মার্চ মাসে। দু’টি পর্যায়ের পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে ওএমআর সিটে এবং প্রশ্ন ছিল এমসিকিউ ধরনের।

    এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৯ জন। নীচে প্রথম দশের তালিকা দেওয়া হল-

    প্রীতম বল্লভ, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    আদিত্য নারায়ণ জানা, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    অতনু বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    সৃজন পরিচা, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    তপোব্রত দাস, সিউড়ি

    অর্কদ্যুতি ধর, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    অরিত্র সরকার, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    ঐতিহ্য পাঁচাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    অদৃত পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    প্রত্যুষ পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    সোহম ভৌমিক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    দিপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল (মেয়েদের মধ্যে প্রথম)

    মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল

    আলেখ্য মাইতি, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    জয় হীরা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    সাগ্নিক ঘটক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    ঋতব্রত ঘোষ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর

    তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    শুভদীপ পরিকারী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া

    রেহাল রিজভি শেখ, আবদুল মোতালেব হাই মাদ্রাসা

    সৌম্যদীপ মিশ্র, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর



    সূর্য বর্মন, মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার।

    আবির ভট্টাচার্য, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সোহনদীপ খাটুয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    অভ্রনীল চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    স্বতন্ত্র জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    আয়ুষ ঘোষাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    রৌনক দে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    সৈকত সর্দার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    তুহিন আখতার, মডেল স্কুল, মুর্শিদাবাদ।

    সৌমদীপ ধারা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    ময়ূখ পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    অনুপ ভাট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।



    সৌহার্দ্য দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সৌরাশিস দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    অনীশ গাঁতাইত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।



    গোলাম ফৈজল। কলকাতা মাদ্রাসা এপি ডিইপিটিটি, কলকাতা।



    পল্লবকুমার ভওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সমর্পণ বিশ্বাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    আদিত্যরঞ্জন রায়, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, উত্তর ২৪ পরগনা।

    সায়ন্তন দত্ত, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।

    অদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাই স্কুল, কলকাতা।

    শুভায়ন মণ্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল।

    মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    দীপ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    সৌম্যদীপ খাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    সাদমান আবতাহি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সর্বজিৎ দাস, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    সোহম ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

    দশম স্থানে ৯ জন (৯৭.৩০ শতাংশ)

    শুভম রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    শুভদীপ সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    সৌমাল্য পাত্র, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    আবু লাহিল সিদ্দিকি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

    শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    স্নেহা সুরাই, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, কলকাতা।

    নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

    রেহান আনসারি, রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি।

    উচ্চ মাধ্যমিক প্রথম পর্যায়ের সেমেস্টারে প্রথম দশে রয়েছে ৬৯ জন। তাঁদের মধ্যে ৬৮ জনই বিজ্ঞান বিভাগের পড়ুয়া। মাত্র ১ জন কমার্সের পড়ুয়া। প্রথম দশে আছে মাত্র ৩ জন ছাত্রী। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন,  গোলাম ফয়জল বাণিজ্য বিভাগের ছাত্র। এই বিভাগ থেকে তিনিই একমাত্র প্রথম দশে স্থান পেয়েছেন।

    অন্যদিকে প্রথম দশে রয়েছেন মাত্র তিন জন ছাত্রী।  দীপান্বিতা পাল মেয়েদের মধ্যে প্রথম হলেও সবার মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৪২ শতাংশ। দীপান্বিতা দক্ষিণ দিনাজপুর দৌলতপুর হাই স্কুলের ছাত্রী। মেধা তালিকায় মেয়েদের কম উপস্থিতির পাশাপাশি ৬৯ জনের মধ্যে মাত্র ১জন ছাত্র বাণিজ্য বিভাগের। অন্যদিকে কলা বিভাগ থেকে কোনও পড়ুয়াই প্রথম দশে নেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)