আজ নবান্ন থেকে ভারচুয়াল সাংবাদিক বৈঠক করবেন অমিত মিত্র
দৈনিক স্টেটসম্যান | ৩১ অক্টোবর ২০২৫
শিল্পক্ষেত্রে জটিলতা, বিনিয়োগের গতি, পরিকাঠামোতে অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি—এই সব মিলিয়ে বর্তমান শিল্প-পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা এবং অর্থ দপ্তরের প্রধান উপদেষ্টা ড অমিত মিত্র আজ বিকেল ৪টেয় সাংবাদিকদের উদ্দেশে একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করবেন। নবান্নের ‘প্রেস কর্নার’ থেকেই রাজ্যের সাংবাদিকরা সেই বৈঠকে যোগ দিতে পারবেন।
দপ্তর সূত্রে জানা গিয়েছে, শিল্পক্ষেত্রে কিছু জরুরি প্রশ্নে রাজ্যের অবস্থান ও আগামী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন ড মিত্র। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন সূচকে শিল্প-বিনিয়োগের যে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে, তার মধ্যেই রাজ্যের পরিকাঠামো উন্নয়ন এবং নতুন শিল্প সামগ্রী রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দপ্তরের ভিতরে টানা আলোচনা চলছে। সেই প্রসঙ্গও বৈঠকে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এ দিন বিকেল চারটেয় নবান্নের ‘প্রেস কর্নার’-এ সাংবাদিকদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। দপ্তরের তরফে জানানো হয়েছে, সংবাদমাধ্যমের সামনে রাজ্যের শিল্প-দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাংবাদিক বৈঠকে শিল্পক্ষেত্রে কর্মসংস্থানের ভবিষ্যৎ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শক্তিশালীকরণ এবং সাম্প্রতিক সময়ে কিছু শিল্পপ্রতিষ্ঠানের দাবি-আপত্তি সংক্রান্ত বিষয়েও ব্যাখ্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের শিল্পনীতির পরবর্তী দিশা এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতির সার্বিক হদিশ এই বৈঠকে পরিষ্কার হতে পারে— এমনটাই মনে করছেন নীতি-নির্ধারণের সঙ্গে যুক্ত মহলের অনেকেই।