• বিজেপি শাসিত রাজস্থানে গণপিটুনি! পঞ্চায়েত প্রধানের বাড়িতে পিটিয়ে মারা হল ট্রাকচালককে
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিজেপি শাসিত রাজস্থানে গণপিটুনিতে মৃত্যু। মঙ্গলবার রাতে মৃত্যু হল এক ট্রাক ড্রাইভারের। খয়েরথালে নিহত ট্রাক ড্রাইভারের নাম সময় দীন।

    জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ বিলাসপুরে ট্রাক পার্ক করে মোটরসাইকেলে করে গ্রামে ফিরছিলেন ২৯ বছর বয়সী সময় দীন। সেই সময় চামরোদা এবং মঞ্চা গ্রামের মাঝামাঝি এলাকায়, ১৬ জনেরও বেশি লোকের একটি দল তার মোটরসাইকেল থামিয়ে লাঠি, লোহার রড এবং ফ্রেঞ্চ বেল্ট দিয়ে তার উপর আক্রমণ করে বলে অভিযোগ।

    নিহতের ভাই তাহির খান কিষণগড় বাস থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নিজের অভিযোগে গ্রামের পঞ্চায়েত প্রধান হানিফ সহ ১৬ জনের নামে অভিযোগ করা হয়েছে। তাহিরের অভিযোগ, আক্রমণের পরে আহত সময় দীনকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁকে আরও নির্মমভাবে মারধর করা হয়। সময়ের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় বলে দাবি তাহিরের।

    তাহিরের অভিযোগে বলা হয়েছে, মঙ্গলবার রাতেই অভিযুক্তরা সময়কে মৃত ভেবে কিষাণগড় বাস সরকারি হাসপাতালের গেটের কাছে ফেলে দেয়। হাসপাতালের কর্মীরা তাঁর চিকিৎসার চেষ্টা করেন। যদিও, সময়ের অবস্থার অবনতি হওয়ায় ডাক্তাররা তাঁকে আলওয়ারে রেফার করেন। পথেই তাঁর মৃত্যু হয়।

    সময়ের পরিবারের দাবি, মৃত্যুর আগে পুরো ঘটনা বর্ণনা করেন তিনি। পাশাপাশি সব আক্রমণকারীর নাম জানিয়ে দেন সময়। তাহিরের দাবি, অবিলম্বে সকল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ এই ঘটনায় খুনের মামলা দায়ের করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)