• ‘ভোটব্যাঙ্কের জন্য দেশকে বিপদে ফেলেছে’, কংগ্রেসকে বিঁধে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র। সাফ জানিয়ে দিলেন, ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস। তাদের চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে, তা সত্ত্বেও অন্ধ হয়ে থেকেছে হাত শিবির। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসের নাম নেননি মোদি।

    SIR নিয়ে বাংলা-সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ করছেন বিরোধীরা। যদিও বিজেপি বরারবর দাবি করেছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। এহেন পরিস্থিতিতে শুক্রবার অর্থাৎ রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদি সাফ জানিয়ে দিলেন, অনুপ্রবেশ সমস্যায় দেশের একতা এবং সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এখন সেই সমস্যা মেটানোর চেষ্টা করছে সরকার, কিন্তু নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের অধিকার সুরক্ষিত করছে অনেকে। অর্থাৎ SIR বিরোধীদেরই বিঁধেছেন প্রধানমন্ত্রী।

    শুক্রবার গুজরাটের একতা নগরে দাঁড়িয়ে মোদি বলেন, “গত কয়েক দশক ধরে বিদেশি অনুপ্রবেশ ঘটেছে। আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে তার জেরে। কিন্তু আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি, অন্ধ হয়ে বসে থেকেছে। আসলে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে জেনেবুঝে জাতীয় সুরক্ষাকে বিপন্ন করেছে পূর্বতন সরকার।” তবে নিজের ভাষণে একবারও কংগ্রেসের নাম উল্লেখ করেননি মোদি।

    অনুপ্রবেশ ইস্যুতে নাম না করে তৃণমূলকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। এসআইআর আবহে তিনি বলেন, “প্রথমবার অনুপ্রবেশ সমস্যা মেটাতে কড়া অবস্থান নিয়েছে দেশ। লাল কেল্লা থেকে আমি ডেমোগ্রাফিক মিশনের ডাক দিয়েছিলাম। কিন্তু আমরা যেই সমস্যা মেটাতে পদক্ষেপ করেছি, তখন অনেকেই জাতীয় স্বার্থের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নিজের স্বার্থকে। অনুপ্রবেশকারীদের স্বার্থ সুরক্ষিত করতে রাজনৈতিক লড়াই করছে।” উল্লেখ্য, এসআইআরে তুমুল কারচুপি নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু করেছে তৃণমূল। 
  • Link to this news (প্রতিদিন)