‘চোখ তুলে তাকালেও ঘরে ঢুকে মারব’, জাতীয় একতা দিবসে পাকিস্তানকে ‘সিঁদুর’ মনে করালেন মোদি
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস আমলে জাতীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হত না। আজকের ভারত শত্রুদের যে ভাষায় জবাব দেয়, সেটা অনেক বেশি শক্তিশালী, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক। সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মজয়ন্তীর মঞ্চে দাঁড়িয়ে ফের হুঙ্কার ছাড়লেন প্রধানমন্ত্রী। সাফ বলে দিলেন, পাকিস্তানে যারা সন্ত্রাসবাদীদের মাথা তারা আজকের ভারতের শক্তি বোঝে।
জাতীয় একতা দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বললেন, “অপারেশন সিঁদুর চলাকালীন গোটা দুনিয়া দেখেছে কেউ যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় ভারত তাদের ঘরে ঢুকে মারবে। আজ পাকিস্তান, আর সন্ত্রাসবাদীদের মাথারা জানে ভারতের শক্তি কতটা।” মোদির অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলি (পড়ুন কংগ্রেস সরকারগুলি) সর্দার প্যাটেলের আদর্শ ভুলেছে। দেশের একতা আজ প্রশ্নের মুখে। ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস।”
প্রধানমন্ত্রীর অভিযোগ, ২০১৪ সালের আগে নকশালরা দেশের বিস্তীর্ণ অঞ্চলে নিজেদের মতো শাসন চালাত। স্কুল-কলেজ হাসপাতাল উড়িয়ে দেওয়া হত। অথচ সরকার প্রশাসনকে দেখে মনে হত অসহায়। আমরা আর্বান নকশালদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমরা মাও দমনে কড়া পদক্ষেপ করেছি। আর সেটার ফলাফল আজ বোঝা যাচ্ছে। আগের ১২৫টি নকশাল অধ্যুষিত জেলা ছিল, সেখানে আজ মাত্র ১১টি অবশিষ্ট রয়েছে। আর নকশালদের দাপট মাত্র ৩ জেলায়।”
SIR নিয়ে বাংলা-সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ করছেন বিরোধীরা। যদিও বিজেপি বরারবর দাবি করেছে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এসআইআর অত্যন্ত প্রয়োজনীয়। এহেন পরিস্থিতিতে শুক্রবার অর্থাৎ রাষ্ট্রীয় একতা দিবসে সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে মোদি সাফ জানিয়ে দিলেন, অনুপ্রবেশ সমস্যায় দেশের একতা এবং সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এখন সেই সমস্যা মেটানোর চেষ্টা করছে সরকার, কিন্তু নিজেদের স্বার্থে অনুপ্রবেশকারীদের অধিকার সুরক্ষিত করছে অনেকে। একতা নগরে দাঁড়িয়ে মোদি বলেন, “গত কয়েক দশক ধরে বিদেশি অনুপ্রবেশ ঘটেছে। আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে তার জেরে। কিন্তু আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি, অন্ধ হয়ে বসে থেকেছে। আসলে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে জেনেবুঝে জাতীয় সুরক্ষাকে বিপন্ন করেছে পূর্বতন সরকার।”