• আধার কার্ড রয়েছে ট্রাম্পের! ‘সুরক্ষা চক্রে’ বিপাকে বিধায়ক, দায়ের মামলা
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও একটি আধার কার্ড আছে! কী করে তিনি সচিত্র ভারতীয় পরিচয়পত্রটি পেলেন? ট্রাম্পের ভুয়ো আধার কার্ড তৈরির কথা জানিয়ে এবং সেই আধার তৈরির ‘ডেরা’ জানিয়ে সতর্ক করতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মহারাষ্ট্রের এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পওয়ার। তাঁর বিরুদ্ধে দায়ের হল মামলা।

    গত ১৬ অক্টোবর সাংবাদিক বৈঠক ডেকে বিধায়ক রোহিত পওয়ার দেখান, কীভাবে একটি ওয়েবসাইটে ভুয়ো আধার কার্ড বানানো যাচ্ছে। তিনি বলেছিলেন, সরকার অনুমোদন নেই এমন ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ২০ টাকা খরচ করে অতি সহজে জাল আধার কার্ড তৈরি করা যেতে পারে। এর প্রমাণ স্বরূপ তিনি তুলে ধরেছিলেন ডোনাল্ড ট্রাম্পের নাম ও ছবি দেওয়া এই আধার কার্ড। যা তিনি নিজে তৈরি করেছেন বলে দাবি করেছিলেন। ইতিমধ্যেই বিধায়কের বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন এবং জালিয়াতি, অন্যের পরিচয় চুরি এবং মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

    একের পর এক মামলা দায়ের হওয়ায় রীতিমতো বিপাকে পড়েছে রোহিত। এই ঘটনায় বিধায়কের দাবি, আধারের সুরক্ষা কত ঠুনকো তা প্রমাণ করতেই তিনি ওই ওয়েবসাইটের মাধ‌্যমে ভুয়ো আধার কার্ডটি তৈরি করেছিলেন। এই অভিযানের উদ্দেশ্য ছিল জাল আধার কার্ড তৈরি করা কতটা সহজ তা দেখানো। একইসঙ্গে আধার তথ্য ভাণ্ডারের ঝুঁকির কথাও ব্যাখ্যা করেন তিনি। আধারের ফাঁক তুলে ধরার জন্য এবার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ বিধায়ক।

    উল্লেখ্য, আধারের কার্ড জালিয়াতির অভিযোগ দেশে নতুন কিছু নয়। বারবার এই অভিযোগে বিব্রত হয়েছে আধার প্রস্তুতকারী সংস্থা। শুধু তাই নয়, আধার কার্ডের তথ্য চুরি নিয়েও বহুবার প্রশ্নের মুখে পড়েছে ইউআইডিএআই। যদিও প্রতিবার সে অভিযোগ খারিজ করেছে সংস্থা।
  • Link to this news (প্রতিদিন)