• মাত্র ২৬ সেকেন্ডের সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ! নীতীশ কি কথা বলার পরিস্থিতিতে নেই? প্রশ্ন কংগ্রেসের
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে নীতীশ কুমার কি এখন শুধুই ‘ছায়ামানব’? জল্পনা বেশ কিছুদিনের। এবার সেই জল্পনা আরও খানিকটা উসকে দিলেন কংগ্রেসের বিহার নির্বাচনের পর্যবেক্ষক অশোক গেহলট। তাঁর প্রশ্ন, নীতীশ কুমার কি কথা বলার মতো অবস্থাতেও নেই?

    আসলে প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে শুক্রবার এনডিএর ইস্তেহার প্রকাশ করেছেন নীতীশ কুমার, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ানরা। তবে খানিক চমকপ্রদভাবেই এদিন ওই ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ইস্তেহার নিয়ে কিছু বলেননি বিজেপি নেতারা। সাংবাদিক সম্মেলনে কোনও প্রশ্নও নেওয়া হয়নি। সেটা নিয়েই কটাক্ষ ছুঁড়ল কংগ্রেস। অশোক গেহলট খোঁচা দিয়ে বললেন, “মাত্র ২৬ সেকেন্ডের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। সংবাদমাধ্যমের বন্ধুরা আমাকে বলছিলেন, এই প্রথমবার ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ২৬ সেকেন্ডের প্রেস কনফারেন্স দেখলেন তাঁরা।”

    গেহলটের বক্তব্য, “এনডিএর উচিত ছিল সাংবাদিক সম্মেলনটা ২০ বছরের রিপোর্ট কার্ড দিয়ে শুরু করা। কিন্তু এনডিএ গণতন্ত্রে বিশ্বাসই করে না। ওরা সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিতে চাইল না। ওদের রিপোর্ট কার্ড দেওয়ার মতো পরিস্থিতিই নেই।” এরপরই নীতীশকে খোঁচা দিয়ে গেহলট প্রশ্ন তুললেন, “সাংবাদিকদের প্রশ্ন কেন নিলেন না? নীতীশ কুমার কি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই?”

    আসলে বিহারে বেশ কিছুদিন ধরেই জল্পনা নীতীশ কুমার অসুস্থ হওয়ায় অনেক সিদ্ধান্তই তিনি নিজে নিচ্ছেন না। বা সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। বিশেষ করে প্রার্থী নির্ধারণে অনেক ক্ষেত্রে চূড়ান্ত সিলমোহর দিচ্ছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী, বা আমলারা। সরকারের কাজও চলছে আমলাদের উপর ভর করেই। তেজস্বী যাদব তো বলেই দিয়েছেন, এনডিএ জিতলেও নীতীশকে আর মুখ্যমন্ত্রী করবে না বিজেপি। সেই জল্পনাই ফের খুঁচিয়ে দেওয়ার চেষ্টা করলেন গেহলট।
  • Link to this news (প্রতিদিন)