• রবি নয়, ছুটি থাকবে ‘জুম্মাবারে’! স্কুলের নির্দেশিকায় বিতর্ক বিজেপির মধ্যপ্রদেশে
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রবিবারের পরিবর্তে এখন থেকে ছুটি থাকবে জুম্মাবারে (শুক্রবার)। ‘ সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের জব্বলপুরের আঞ্জুমান ইসলামিয়া ইংরেজি মাধ্যম স্কুল। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এহেন নির্দেশিকা অসাংবিধানিক বলে দাবি করে নিন্দায় সরব হয়েছে বিজেপি।

    জানা যাচ্ছে, সম্প্রতি ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। যেখানে স্কুল কর্তৃপক্ষের সাক্ষর করা একটি নোটিস পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন থেকে স্কুলের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। আগে যে ছুটি রবিবার ছিল। এখন থেকে রবিবার অন্যান্য দিনের মতো নিয়মিত ক্লাস হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নয়া নিয়ম। নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুলে পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে এবং তাদের উপর সদর্থক প্রভাব বাড়াতে এই পদক্ষেপ। নির্দেশিকা দেওয়া হয়েছে খোদ স্কুলের প্রিন্সিপালের তরফে।

    এদিকে এই ঘটনা সামনে আসার পর ক্ষোভ বাড়তে শুরু করেছে। অভিযোগ করা হচ্ছে, ‘ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা চলছে।’ পড়ুয়াদের অভিভাবকরাও এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, ‘রবিবার ছুটি সন্তানের সঙ্গে সময় কাটানোর একমাত্র অবসর। ওই দিন গোটা শহর ছুটি কাটায়। ফলে ওই দিন বাচ্চাদের স্কুলে পাঠানো অত্যন্ত অসুবিধার ও ঝুঁকিপূর্ণ।’ ছুটি বদল নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুলেছেন স্কুল ট্রাস্টের অধ্যক্ষ। তিনি বলেন, জুম্মার দিন নামাজ পড়ার কারণে বহু পড়ুয়া স্কুলে আসে না। যার ফলে শিক্ষাব্যবস্থা প্রভাবিত হয়। ক্লাসে পড়ুয়া না থাকায় পড়াশুনার ক্ষতি হয়। স্কুলটি মুসলিম অঞ্চলে অবস্থিত ফলে দিনের পর দিন এই সমস্যার জেরে বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    এদিকে গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি। বিধায়ক রামেশ্বর শর্মা বলেন, স্কুল কবে বন্ধ থাকবে তা মোল্লা ও ধর্মগুরুরা ঠিক করবে না। ছুটি কবে থাকবেন সে সিদ্ধান্ত স্কুল নিতে পারে না। সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। সংবিধানের উপরে কেউ যেতে পারে না। প্রতিটি স্কুল যদি নিজের মতো করে ছুটি ঘোষণা করে তবে অব্যবস্থা চরম আকার নেবে। সকলকে আইন মেনে চলতে হবে। যদি শুক্রবার ছুটি ঘোষণা হয়ে থাকে তবে তা বাতিল করুন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (প্রতিদিন)