• বৃথাই আস্ফালন ট্রাম্পের! ঘুরপথে রুশ তেল কিনছে ভারত
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার বৃহত্তম দুই তেলশোধক সংস্থা রসনেফট এবং লিউকঅয়েলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এর মধ্যেই জানা গেল, দেশের শীর্ষস্থানীয় তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ‘ঘুরপথে’ রুশ তেল কেনার বরাত দিয়েছে! আগামী ডিসেম্বরেই পাঁচটি জাহাজ আসবে ভারতে। এমনটাই জানা যাচ্ছে, সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে।

    মার্কিন নিষেধাজ্ঞা বলবৎ হওয়ার পরই ম্যাঙ্গালোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস লিমিটেড, এইচপিসিএল মিত্তাল এনার্ডি লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো বিশ্বের বৃহত্তর তেল শোধনকারী সংস্থাগুলি রাশিয়া থেকে তেলা কেনা বন্ধ রেখেছে। যদিও আইওসির অর্থ বিভাগের প্রধান অনুজ জৈন জানিয়েছেন, তাঁদের সংস্থা রুশ তেল কিনবে নিষেধাজ্ঞা জারি হয়নি এমন সব সংস্থা থেকে। তবে সেই সংস্থাগুলির নাম জানানো হয়নি।

    দিনকয়েক আগেই ট্রাম্প দাবি করেছিলেন, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তবে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি সাফ উড়িয়ে দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, যে ফোনকলের ভিত্তিতে ট্রাম্প এমন দাবি করেছেন তেমন কোনও ফোনকল আদতে ঘটেইনি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট থামার পাত্র নন। গত শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যেই রাশিয়ার দুই বৃহত্তম তেল সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি। ইতিমধ্যেই চিন রাশিয়া থেকে তেল আমদানি অনেকাংশে কমিয়ে দিয়েছে। অন্যদিকে, ভারত পুরোপুরি তেল কেনা বন্ধ করে দেবে রাশিয়া থেকে।”

    এহেন পরিস্থিতিতেই ভারতমুখী রুশ তেলবাহী জাহাজ ঘুরিয়ে দেওয়া হয় কয়েকদিন আগে! সংবাদসংস্থা ব্লুমবার্গ সূত্রে খবর, ফুরিয়া নামে একটি জাহাজ ডেনমার্ক এবং জার্মানির মধ্য দিয়ে আসছিল। গুজরাটের সিক্কা বন্দরে আসার কথা ছিল জাহাজটির। ৭ লক্ষ ৩০ হাজার ব্যারেল রুশ তেল নিয়ে গত ২০ অক্টোবর রাশিয়ার প্রিমর্স্ক বন্দর থেকে ওই জাহাজ ছেড়েছিল। নভেম্বর মাসের মাঝামাঝি ভারতে আসার কথা ছিল ফুরিয়ার।
  • Link to this news (প্রতিদিন)