ধর্ষণের দায়ে ৮ বছরের সাজা বাংলাদেশি যুবককে! ৫ বছরের জেল স্ত্রী ও আত্মীয়ের
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের দায়ে ৮ বছরের কারাদণ্ডের সাজা পেলেন বাংলাদেশি যুবক। সেই সঙ্গেই তাঁর স্ত্রী ও এক আত্মীয়কে অবৈধভাবে ভারতে বসবাসের অপরাধে ৫ বছর কারাবাসেরও রায় দিল মহারাষ্ট্রের নিম্ন আদালত। গত ২৪ অক্টেবর ওই রায়দান হলেও সবেমাত্র প্রকাশ্যে এসেছে রায়ের কপি। আর তা থেকে জানা যাচ্ছে, তিন অপরাধীকেই সাজাপ্রাপ্তির পরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত বাংলাদেশি যুবকের নাম জসিম সবুর মোল্লা। বয়স ২৬ বছর। বাংলাদেশ থেকে দুই নাবালিকাকে ভারতে পাচার করা এবং তাঁদের ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই নির্যাতিতাকে উদ্ধার করেছিল ২০১৭ সালে। তবে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করলেও পকসো আইনে আনা অভিযোগ খারিজ করে দিয়েছে আদালত। যেহেতু মামলার শুনানিতে দুই নির্যাতিতার বয়স প্রমাণ করা যায়নি, তাই সেই অভিযোগ শেষপর্যন্ত প্রমাণ করা যায়নি। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আনা মানব পাচারের অভিযোগ এবং জসিমের বিরুদ্ধে অবৈধ যৌন সম্পর্কের জন্য মেয়ে জোগাড় করার অভিযোগও প্রমাণিত না হওয়ায় খারিজ করে দেয় আদালত।
তবে জসিমকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করার পাশাপাশি তাঁর স্ত্রী মুর্শিদা এবং আত্মীয় জানার বিরুদ্ধে জাল পাসপোর্ট ব্যবহার এবং বিদেশি আইনের অন্তর্গত অভিযোগ সত্যি প্রমাণিত হওয়ায় ৫ বছরের সাজা শোনানো হয়েছে। বিশেষ পাবলিক প্রসিকিউটর যোগেন্দ্র পাটিল জানিয়েছেন, সবশুদ্ধ ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছিল আদালতে। এবার সেই মামলার রায় শোনাল আদালত। তবে সেই সঙ্গেই মানব পাচারে অভিযুক্ত পাঁচজনকে অব্যাহতি দিয়েছে আদালত। তাঁদের বিরুদ্ধে অপহরণ, পাচার, পকসো আইনে মামলা করা হয়েছিল। কিন্তু তা প্রমাণিত না হওয়ায় রেহাই পেলেন তাঁরা।