• ছটপুজোর দিন থেকে নিখোঁজ! দুর্গাপুরে জলাশয়ে মিলল যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: তিনদিন নিখোঁজ ছিলেন যুবক। অবশেষে শুক্রবার সকালে দুর্গাপুরের ডিপিএল কারখানার প্রশাসনিক ভবনের পাশে জঙ্গলে ঘেরা জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। ছেলেকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম করণ চৌহান। বয়স ২২ বছর। কোকওভেন থানা এলাকার বাসিন্দা ছিলেন যুবক। মঙ্গলবার ছট পুজোর দিন থেকে নিখোঁজ ছিলেন করণ। থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। এদিন জলাশয় থেকে দেহ উদ্ধার হয়। খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

    কী করে যুবকের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। করণের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যুবক যদি খুন হয়ে থাকেন তাহলে তার কারণ কী, সেই দিকও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ এখনও কিছু বলেনি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি  জানিয়েছে করণের পরিবার। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)