• ৩৯ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের ফল, পাশের হার ৯৩. ৭২ শতাংশ
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডিজিটাল ডেস্ক: পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের প্রথম পর্বের রেজাল্ট। শুক্রবার সকালে বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সংসদ সভাপতি। তিনি জানান, পাশের হার ৯৩.৭২ শতাংশ। প্রথম দশে স্থান পেয়েছে ৬৯ জন। পাশের নিরিখে প্রথমস্থানে দক্ষিণ ২৪ পরগনা। তবে এই রেজাল্ট শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে। জানা গিয়েছে, এদিন বেলা ২ টো থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। 

    চলতি বছরে প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে হচ্ছে উচ্চমাধ্যমিক। প্রথমপর্বের পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। সেই সময়ই জানা গিয়েছিল অক্টোবরের শেষে ফল প্রকাশিত হতে পারে। সেই মতোই এদিন ফলপ্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি জানান, এবছর পাশের হার ৯৩.৭২ শতাংশ। যা গতবছরের তুলনায় ৩ শতাংশ বেশি। পাশের হারের নিরিখে প্রথম স্থানে দক্ষিণ ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে নদিয়া। তবে কলকাতার স্থান ১২ -তে।  কলকাতার পাশের হার ৯৩.৭৭ শতাংশ। সংসদ সভাপতি জানিয়েছেন, প্রতিটি স্কুলে অনলাইনে পাঠানো হবে রেজাল্ট। বেলা ২ টো থেকেই স্কুলগুলি ডাউনলোড করতে পারবে মার্কশিট। 

    নতুন নিয়মে এবছর থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে মোট ৪ টি সেমেস্টার হচ্ছে। তৃতীয় ও চতুর্থ সেমেস্টার নিয়ে হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চমাধ্যমিকের প্রথম পর্যায় (তৃতীয় সেমেস্টার) হয়েছে সেপ্টেম্বরে। দ্বিতীয় পর্যায় (চতুর্থ সেমেস্টার) হবে ২০২৬ সালের মার্চ মাসে। দু’টি পর্যায়ের পরীক্ষার নম্বর যোগ করে উচ্চমাধ্যমিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রথম পর্যায়ের পরীক্ষা হয়েছে এমসিকিউ টাইপের, ওএমআর সিটে। 
  • Link to this news (প্রতিদিন)