‘প্রধানমন্ত্রী পদে চাই দক্ষ, জনদরদি মহিলা’, ইন্দিরার প্রয়াণ দিবসে মমতার নামে ইঙ্গিত কুণালের
প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৯-লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভাসিয়ে দিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ‘২০২৯-এ প্রধানমন্ত্রী পদে চাই ইন্দিরা গান্ধীর মতো দক্ষ, জনদরদি মহিলা নেত্রী।’ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ দিবসে দিল্লির মসনদে তাঁর মতোই কাউকে বসানোর দাবি জানালেন কুণাল।
ইন্দিরার প্রয়াণ দিবসে কুণালের পোস্ট, “ভারতের এইরকম আরেকজন ইস্পাতকঠিন, দক্ষ, জনদরদি মহিলা প্রধানমন্ত্রী প্রয়োজন। অপেক্ষা ২০২৯-এর।” তাঁর ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বস্তুত, গোটা দেশে এই মুহূর্তে বিজেপি বিরোধী মুখ হিসাবে দেখতে গেলে সবার উপরের সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই মাথায় আসে। তাছাড়া যে যে গুণের কথা কুণাল বলেছেন, সেগুলি মমতা ছাড়া অন্য কোনও মহিলা নেত্রীর মধ্যে নেইও।
বস্তুত, ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে বরাবরই একরোখা তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদল বরাবরই মনে করে মোদির বিরুদ্ধে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যোগ্যতম ব্যক্তি মমতাই। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে যে মোদি-বিরোধী বৃহত্তর জোট তৈরি হয়েছিল সেটাও মমতার সৌজন্যেই। তিনিই ওই জোটের নাম ইন্ডিয়া রাখার প্রস্তাব দেন। জোটের একটা বড় অংশ প্রধানমন্ত্রী মুখ হিসাবে মমতার নামে সম্মতও ছিল। এমনকী ২০২৪ লোকসভা নির্বাচনের আগেও বিরোধী জোটের মুখ হিসাবে কংগ্রেস রাহুল গান্ধীর নাম তুলে ধরার চেষ্টা করলেও তৃণমূল সেটা মানেনি। যখনই রাহুলকে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরার চেষ্টা হয়েছে তৃণমূলের তরফে।
২০২৯ সালের আগেও যে তৃণমূল মমতাকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরার চেষ্টা করবে, সেটা কুণালের কথাতেই স্পষ্ট। অবশ্য ২০২৯ লোকসভা নির্বাচনের আগে আগামী বছর বঙ্গে বিধানসভা ভোট। সেই নির্বাচনে যদি তৃণমূল আবার একুশের মত সাফল্য পায়, তাহলে মমতা ফের জাতীয় স্তরে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। প্রধানমন্ত্রী পদে মোদির বিকল্প হিসাবে তাঁর নামকেই তাই সর্বাগ্রে ভাসিয়ে দিল তৃণমূল।