• মুরলীধর লেনে বিজয়া সম্মিলনী দিলীপের! অতীত ‘অপমান’ ভুলিয়ে পদ্মের কোর কমিটিতে ঘোষ?
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • রূপায়ন গঙ্গোপাধ্যায়: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এসআইআর তথা বিশেষ নিবিড় সংশোধনী। দ্রুত চড়ছে রাজনীতির পারদ। এর মাঝেই বঙ্গ বিজেপিতে ঝড়। ফিরে আসছেন দিলীপ ঘোষ? বিজেপির অন্দরের খবর অবশেষে জল গলছে। শনিবার বিজয়া সম্মিলনীর আয়োজন করছেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো অফিস ৬ নম্বর মুরলীধর সেন লেনেই হবে এই আয়োজন।

    যে অফিসে বসে তিনি বিজেপিকে পশ্চিমবঙ্গে ১৮ জন সাংসদ এবং ৭৭ বিধায়ক দিয়েছিলেন সেখানেই তাঁর এই আয়োজনে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মাঝে বেশ কিছু বছর বিজেপি-তে প্রায় একঘরে হয়েছিলেন দিলীপ। এই অফিসেই তিনি এতদিন ঢুকতে পারতেন না। এমনকি পার্টি অফিসে তাঁর ঘর পর্যন্ত ভেঙে দেওয়া হয়। দপ্তরের নিচের হলঘরে কর্মীদের সঙ্গে কথা বলার অপরাধে ওই ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়।

    সম্প্রতি শমীক ভট্টাচার্য দলের সভাপতি হন। এরপরেই মনে করা হচ্ছিল ব্যপক রদবদল হবে দলের অন্দরে। নভেম্বরেই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। সভাপতি হওয়ার পরেই শমীক ভট্টাচার্য উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার। বিজয়া সম্মিলনী আয়োজনের খবরে রাজনৈতিক মহলের জল্পনা, ফের দিলীপ ঘোষকে কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে।‌

    সূত্রের খবর, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা-সহ সব বিজেপির কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, দুপুর তিনটের সময় হবে এই অনুষ্ঠান।‌ দিলীপ ঘোষকে নিয়ে বহু বিতর্কের কার্যত অবসান হবে শনিবারের এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানে।‌ অনেকেই বলছেন, আসন্ন নির্বাচনে দিলীপ ঘোষকে কাজে লাগাতে চান শমীক ভট্টাচার্য। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাজ্য অফিস ব্যাবহার করার অনুমতি মিললো বলে মনে করা হচ্ছে।‌
  • Link to this news (প্রতিদিন)