• বিতর্কের মাঝেই কমিশনের ওয়েবসাইট বদল! এই নতুন লিংকে মিলবে ২০০২ সালের বাংলার ভোটার লিস্ট
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR চালু হওয়ার পর থেকেই ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটার লিস্ট থেকে নাম উধাওয়ের অভিযোগের নেপথ্যে সেই গোলযোগকেই দায়ী করা হয়েছিল কমিশনের তরফে। সমস্যা সমাধানে নয়া ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। সেখানেই মিলছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।

    গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। স্বাভাবিকভাবেই সকলেই চেষ্টা করেন ওয়েবসাইটে ( ceowestbengal.nic.in/Roll_dist) গিয়ে একবার লিস্টে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে। আর সেখানেই বিপত্তি। সোমবার সকাল থেকেই প্রবল সমস্যা শুরু হয় CEO দপ্তরের ওয়েবসাইটে।  মোবাইল বা কম্পিউটার, কোনওটাতেই খুলছিল না ওয়েবসাইট। বৃহস্পতিবার ক্র্যাশ করে যায় ওয়েবসাইট।

    এরই মাঝে বৃহস্পতিবার তৃণমূলের তরফে দাবি করা হয়, ২০০২ সালের আসল ভোটার লিস্টের সঙ্গে অমিল রয়েছে অনলাইন তালিকার। অভিযোগ করা হয়, পরিকল্পনামাফিক একাধিক ভোটারের নাম উধাও করে দেওয়া হয়েছে তালিকা থেকে। তখনও কমিশন দাবি করে, ওয়েবসাইটে সমস্যা রয়েছে। সেই কারণে কিছু নাম দেখা যাচ্ছে না। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই শুক্রবার নয়া ওয়েবসাইট চালু করল কমিশন। https://ceowestbengal.wb.gov.in/    -এই লিংকে ক্লিক করেই এবার ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে। 
  • Link to this news (প্রতিদিন)