• বিমানবন্দরমুখী যাত্রীদের জন্য সুখবর, ইয়েলো লাইনে বাড়ল মেট্রো চলাচলের সময়, দেখে নিন সময়সূচি
    এই সময় | ৩১ অক্টোবর ২০২৫
  • বিমানবন্দরমুখী মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এই লাইনে সোম থেকে শুক্র মেট্রো চলাচলের সময় বাড়তে চলেছে। একই সঙ্গে শনি-রবিতে সংশ্লিষ্ট লাইনে মেট্রো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ৩ তারিখ সোমবার থেকে এই সিদ্ধান্তগুলি কার্যকরী হবে।

    আগে এই লাইনে প্রথম মেট্রো পাওয়া যেত সকাল ৭টা ৫৫ মিনিট এবং শেষ মেট্রো পাওয়া যেত রাত ৮টা ১৭ মিনিটে। এ বার সেই সময় পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার অর্থাৎ ৩ তারিখ থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা ১৮ মিনিটে এবং শেষ মেট্রো মিলবে ৯টা ৩০ মিনিটে।

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর -সকাল ৭টা ১৮ মিনিটে (সকাল ৭টা ৫৫ মিনিটের পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-সকাল ৭টা ৪০ মিনিটে (সকাল ৮টার পরিবর্তে)

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - রাত ৮টা ৫৯ মিনিটে (রাত ৮টার পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-রাত ৯টা ১৮ মিনিটে (রাত ৮টা ৫ মিনিটের পরিবর্তে)

    শনিবার ৪৪টির পরিবর্তে আপ এবং ডাউন মিলিয়ে সংশ্লিষ্ট লাইনে ৯২টি পরিষেবা সচল থাকবে।

    শনিবার প্রথম মেট্রোর সময়

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - সকাল ৭টা ১৮ মিনিটে (সকাল ৭টা ৩৫ মিনিটের পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-সকাল ৭টা ৪০ মিনিটে (সকাল ৮টার পরিবর্তে)

    শনিবার শেষ মেট্রোর সময়

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - রাত ৮টা ৫৮ মিনিট (রাত ৮টার পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-রাত ৯টা ১৮ মিনিট (রাত ৮টা ২০ মিনিটের পরিবর্তে)

    এ দিন ৪০টির পরিবর্তে সংশ্লিষ্ট লাইনে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৭৮টি মেট্রো চলবে।

    রবিবার প্রথম মেট্রোর সময়

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - সকাল ৯টা ১৮ মিনিটে ( সকাল ৮টা ৩৫ মিনিটের পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-সকাল ৯টা ৪০ মিনিটে (সকাল ৮টার পরিবর্তে)

    রবিবার শেষ মেট্রোর সময়

    নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর - রাত ৮টা ৫৮ মিনিটে (৭টা ৫০ মিনিটের পরিবর্তে)

    জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া-রাত ৯টা ১৮ মিনিট (৮টা ১০ মিনিটের পরিবর্তে)

    শনি এবং রবিবার ১৮ মিনিটের ব্যবধানে এই লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে ৩৫ মিনিটের পরিবর্তে। মেট্রোর এই সূচি পরিবর্তনে উপকৃত হবে বহু যাত্রী, আশাবাদী কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)