• বচসা থেকে তুমুল ঝামেলা, গুলিতে ঝাঁঝরা জাতীয় স্তরের কবাডি প্লেয়ার
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • ভয়াবহ কাণ্ড পাঞ্জাবের লুধিয়ানায়। বচসার জেরে এক জাতীয় স্তরের কবাডি প্লেয়ারকে গুলির করে হত্যার ঘটনা ঘটেছে সেখানে। পুলিশ সূত্রে খবর, নিহত খেলোয়াড়ের নাম তেজপাল সিং। ভারতের জাতীয় স্তরের কবাডিতে তিনি সুপরিচিত। ঘটনাটি ঘটেছে এসএসপি অফিসের পাশেই। পুলিশ সুপারিনটেনডেন্টের অফিসের কাছে কড়া নিরাপত্তা সত্ত্বেও কী করে ঘটল এমন ঘটনা তা নিয়ে উঠছে প্রশ্ন।

    জানা গিয়েছে, জাগরাওঁর গিডারউন্ডি গ্রামের বাসিন্দা তেজপাল সিং। হরি সিং হাসপাতাল রোডের উপর তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সুইফট গাড়ি এসে রাস্তা আটকায় তেজপাল সিংয়ের। গাড়িতে বসা ব্যক্তির সঙ্গে উচ্চস্বরে কথা বলতে শোনা যায় তাঁকে। উত্তেজনা তুঙ্গে উঠতেই আচমকা গাড়িতে বসা অন্য আরোহী হ্যান্ড গান বার করে তাঁকে শুট করে বলে অভিযোগ। সোজা বুকে গুলি লাগে তেজপালের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

    আহত, রক্তাক্ত কবাডি প্লেয়ারকে ঘটনাস্থলে ফেলেই পালিয়ে যান আততায়ীরা। পুলিশ আহত তেজপালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। লুধিয়ানা গ্রামীণ এসএসপি অঙ্কুর গুপ্তা জানিয়েছেন, বিকেল তিনটের দিকে একটি সাদা সুইফট গাড়িতে আসা ব্যক্তিরা হামলা চালিয়েছে। গাড়িতে তিন থেকে চার জন ছিলেন বলে অনুমান। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুটারদের সন্ধান করছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান, হামলাকারীরা তেজপালের পূর্বপরিচিত।

  • Link to this news (এই সময়)