এই সময়, ডোমকল: উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে মুর্শিদাবাদের ডোমকলের তুহিন আক্তার। শুক্রবার ফলপ্রকাশে দেখা গিয়েছে, ডোমকল মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র তুহিন ষষ্ঠ স্থান পেয়েছে। বহরমপুরের নামী স্কুলগুলোকে পিছনে ফেলে বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকা ডোমকলের ওই বেসরকারি স্কুলের ছাত্র এমন ফল করায় স্বাভাবিক ভাবে খুশির মহল তৈরি হয়েছে এলাকায়। আনন্দিত পরিবারও।
তুহিনের বাবা পেশায় স্কুল শিক্ষক শামসুল আলম জানান, ১৯০ নম্বরের মধ্যে তুহিন ১৮৬ পেয়েছে। বাংলা, ইংরেজি ও অঙ্কে ৪০ নম্বর করে এবং ফিজ়িক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ৩৫ নম্বর করে নম্বর পেয়েছে। তার মধ্যে বাংলায় ও অঙ্কে দু’নম্বর করে মোট চার নম্বর কাটা হয়েছে। বেস্ট ফাইভ ধরে ওর প্রাপ্ত নম্বর ১৮৬। শামসুল বলেন, ‘আমরা ১৯০-এ পুরো নম্বর পাবে ভেবেছিলাম। এখন দু’টি বিষয়ে দু’নম্বর করে চার নম্বর কাটা হয়েছে। কোথায় ভুল করেছে, তা জানতে খাতা রিভিউ করবে তুহিন।’ ডোমকল রমনা এতবারনগরের বাসিন্দা তুহিন চায় বড় হয়ে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হতে।
সে বলে, ‘বড় হয়ে আইআইটি থেকে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গবেষণা করতে চাই।’ দিনে ৮-১০ ঘন্টা করে পড়ে তুহিন। সে বলে, ‘রাতে পড়তে আমার ভাল লাগত। তাই রাত জেগে পড়তাম।’ সেই অর্থে তার কোনও গৃহশিক্ষক ছিল না। কেমিস্ট্রি–র জন্য সাকুল্যে এক জন শিক্ষক, বায়োলজি তার বাবার এক বন্ধু দেখিয়ে দিতেন, অঙ্কের শিক্ষক ছিলেন তার বাবা। বাকি বিষয়ের রেফারেন্স বই কিনে বাড়িতে নিজেই পড়াশোনা করে তুহিন। গল্পের বই পড়া বা খেলাধুলোর প্রতি তার আগ্রহ নেই। ভ্রমণেও তার তীব্র আপত্তি রয়েছে। তুহিন বলে, ‘এখন বেড়াতে যাওয়ার সময় কোথায়! পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত। এর পরে জয়েন্ট এন্ট্রান্স রয়েছে।’