• L-238 বাসে সফর করার সময়ে গায়েব ৯ লক্ষ টাকা, পুলিশের জালে গুজরাটি গ্যাং-এর মহিলা সদস্য
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • এল-২৩৮ বাসে সফররত অবস্থায় গায়েব হয়ে গিয়েছিল নগদ ৯ লক্ষ টাকা। অভিযোগ পেয়ে তদন্তে নামে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে গত ২৭ অক্টোবর রিষড়া থেকে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের নাম রাধা মালি (৩০)। তিনি কুখ্যাত গুজরাটি গ্যাংয়ের সদস্য, প্রাথমিক তদন্তের পরে এই তথ্যই এসেছে পুলিশের হাতে। 

    ঘটনার সূত্রপাত গত ২৫ অক্টোবর। ওই দিনে কানাই জয়সওয়াল নামে এক ব্যক্তি বিকেল ৫টা ১৫ মিনিটে এল-২৩৮ বাসে চাপেন হাওড়া বাসস্ট্যান্ড থেকে। তাঁর গন্তব্য ছিল চালতাবাগান। অভিযোগ, চলন্ত বাসে ৯ লক্ষ ৫ হাজার ২০০ টাকা সমেত তাঁর কাছে যে ব্যাগ ছিল, তা গায়েব হয়ে যায়। এর পরে তিনি লিখিত অভিযোগ করেন আমহার্স্ট স্ট্রিট থানায়। ঘটনায় তদন্তে নেমে সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই গত ২৭ অক্টোবর রিষড়া থেকে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। 

    রাধা মালি নামে ওই মহিলা মূলত আমেদাবাদের বাসিন্দা। তিনি হুগলির রিষড়াতে ভাড়ায় থাকতেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া ৯ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ওই মহিলা গুজরাটের একটি কুখ্যাত গ্যাংয়ের সদস্য। চুরির সময়ে এই গ্যাংয়ের সদস্যরা টার্গেটের অত্যন্ত কাছাকাছি যান, যাতে তাঁদের বিভ্রান্ত করা যায়। এই গ্যাংয়ের অন্য কোনও সদস্য় কি বর্তমানে বাংলায় সক্রিয়? তদন্তে নেমে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। 

  • Link to this news (এই সময়)