• '১৫ বছর আগে বাংলাদেশ থেকে...', NRC আতঙ্কে এবার গায়ে আগুন দুই সন্তানের মা ব্যারাকপুরের গৃহবধূর!
    ২৪ ঘন্টা | ০১ নভেম্বর ২০২৫
  • বরুণ সেনগুপ্ত: ফের NRC 'আতঙ্কে আত্মহত্যা'! এবার  গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করে দিলেন এক গৃহবধূ। স্বামী, শ্বশুর ও ভাসুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের ঘটনা।

    পুলিস সূত্রে খবর, মৃতের নাম  কাকলি সরকার। বাড়ি, বারাকপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডে। একসময়ে বাংলাদেশে থাকতেন তিনি।  বছর পনেরো আগে স্বামীর সঙ্গে চলে আসেন ভারতে। দুই সন্তানও রয়েছে বছর তেত্রিশের ওই মহিলার। 

    এদিকে বিহারের পর এবার বাংলাতে চালু হয়ে গিয়েছে SIR।  নভেম্বর  থেকে  ৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও-রা।  পরিবারের লোকেদের দাবি, বাংলায় SIR চালু হওয়ার পর থেকে রীতিমতো আতঙ্কে ছিলেন কাকলি। ভেবেছিলেন, হয়তো আবার বাংলাদেশে চলে যেতে হবে। বস্তুত, গত কয়েক দিন ধরেই স্বামীকে নাকি বাংলাদেশ নিয়ে যাওয়ার জন্যও বলছিলেন! স্বামী বলেছিলেন, 'SIR মিটুক, তারপর যাব'। কিন্তু তাতে কান দেননি। গতকাল, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে আগুন গিয়ে আত্মহত্যা করেন কাকলি।

    এদিকে  NRC 'আতঙ্কে আত্মহত্যা'র ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও। নিজেকে শেষ করে দিলেন মহাজাতি নগরের বাসিন্দা প্রদীপ কর।  প্রতিবেশীদের দাবি, সোমবার নিজের ঘরেই আত্মহত্যা করেছেন তিনি। সেই ঘটনাকে কেন্দ্র এখন শরগরম রাজ্য রাজনীতি। বুধবার মৃতের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। হুঁশিয়ারি দেন, 'SIR, NRC করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। কত ধানে কত চাল, এদের বোঝাব। এত সোজা নয়'।

    আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ... 


    iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১


    কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭


    ২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)

  • Link to this news (২৪ ঘন্টা)