গার্হস্থ্য হিংসার জেরে সঙ্গে থাকেন না মা, বাবার বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ নাবালিকার
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গার্হস্থ্য হিংসার জেরে বাড়ি ছেড়েছেন মা। তারপর অশ্লীল ভিডিও দেখিয়ে মেয়েকে নগ্ন হওয়ার প্রস্তাব! রাজি না হওয়ায় নাবালিকা কন্যাকে মারধর ও লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
পাঞ্জাবের মোহালির ঘটনা। ১৭ বছরের নাবালিকা কন্যা বাবার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ তুলেছে। পুলিশ জানিয়েছে, বাবা, ভাই ও ঠাকুমা-ঠাকুরদার সঙ্গে থাকত নাবালিকা। গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে নির্যাতিতার মা সংসার ছেড়ে চলে গিয়েছেন। নাবালিকা জানিয়েছে, মা চলে যাওয়ার পর, একদিন রাতে বাবা তাকে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। সেখানে অশ্লীল ভিডিও দেখে তাকে নগ্ন হওয়ার কথা বলে। নাবালিকা রাজি না হলে তাকে মারধরের পরে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার পর নির্যাতিতা ভয়ে ও লজ্জায় কাউকে কিছু বলেনি।
এই ঘটনার পর আরও একদিন বাবা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে নাবালিকা। নির্যাতিতা জানিয়েছে, ঘটনার দিন পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে বাবা তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর আর অত্যাচার সহ্য করেনি নাবালিকা। অভিযুক্তের থেকে বাঁচতে তার হাতে কামড় দিয়ে কাকা, কাকিমার কাছে পালিয়ে যায়। সেখানে বিষয়টি সবাইকে জানায়। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারা ও পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।