• চণ্ডীগড়ে তৈরি হচ্ছে কেজরির নয়া ‘শিশমহল’! বিজেপির দাবির পালটা মুখ খুলল আপ
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিশমহল বিতর্ক। এবার দিল্লি ছাড়িয়ে আপ শাসিত পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়ালের জন্য নির্মিত হচ্ছে নয়া ভবন। ৭তারা বিলাসবহুল এই বাংলোকে হাতিয়ার করে আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হল বিজেপি। দাবি, আপের আহ্বায়ক কেজরিওয়ালের জন্য বরাদ্দ করা হয়েছে এই বাংলো। গেরুয়া শিবিরের এহেন দাবি সামনে আসার পর পালটা তোপ দেগেছে আপ। এই অভিযোগ ভিত্তিহীন হলে বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

    শুক্রবার দিল্লি বিজেপির তরফে একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে, বাগান ঘেরা এক বিলাসবহুল বাংলো। দাবি করা হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য এই বিলাসবহুল ৭ তারা বাংলোটি বরাদ্দ করেছেন। যা চণ্ডীগড়ের সেক্টর ২-এ দুই একর জায়গার উপর অবস্থিত। এরপরই কেজরিকে তোপ দেগে লেখা হয়েছে, ‘যে ব্যক্তি নিজেকে সাধারণ নাগরিক বলে দাবি করতেন তিনি আর একটি বিশাল শিশমহল তৈরি করেছেন। দিল্লির মহল খালি করার পর পাঞ্জাবের সুপার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জি আরও একটি শিশমহল বানালেন যা দিল্লির চেয়েও সুন্দর।’ দিল্লির বিজেপি সভাপতি বিরেন্দ্র সচদেবা তোপ দেগে বলেন, ‘দিল্লিকে লুট করার পর এবার পাঞ্জাবকে লুট করার প্রস্তুতি শুরু করেছেন।’

    তোপ দাগতে ছাড়েননি বিদ্রোহী আপ সাংসদ স্বাতী মালিওয়াল। তাঁর তোপ, ‘দিল্লির মহল খালি করার পর কেজরিওয়াল পাঞ্জাবে আরও একটি বিলাসবহুল বাংলো তৈরি করছেন। চণ্ডীগড়ের সেক্টর ২তে ২ একর জায়গায় অবস্থিত ৭ তারা সরকারি বাংলো তাঁকে বরাদ্দ করা হয়েছে। গতকাল, তিনি এই বাড়ির উঠোন থেকে সরকারি হেলিকপ্টারে আম্বালায় যান এবং সেখান থেকে পাঞ্জাব সরকারের একটি ব্যক্তিগত বিমান তাঁকে দলীয় কাজের জন্য গুজরাটে নিয়ে যায়। পুরো পাঞ্জাব সরকার একজনের সেবায় ব্যস্ত হয়ে উঠেছে।’

    তবে এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছে আম আদমি পার্টি। বিজেপি দাবিকে ভুয়ো বলে উড়িয়ে পালটা আপ জানিয়েছে, ‘যদি সরকার এটা করে থাকে তবে বাড়ি বরাদ্দ করার সেই চিঠি বিজেপি সামনে আনুক।’ পাশাপাশি বিজেপিকে মিথ্যেবাদী বলে তোপ দেগে আপ জানিয়েছে, ‘মিথ্যে যমুনা থেকে দিল্লি দূষণের মিথ্যে তথ্য, কৃত্রিম বৃষ্টির মিথ্যাচারের পর এবার ৭ তারা বাড়ি নিয়েও মিথ্যাচার করা হচ্ছে। যে ছবিটি সামনে আনা হয়েছে সেটি মুখ্যমন্ত্রীর ক্যাম্প অফিস।’

    উল্লেখ্য, দিল্লির বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল কেজরির ‘শিশমহল’। ২০১৫ সাল থেকে দিল্লির ৬, ফ্ল্যাগশিপ রোডের বাংলোর অধিবাসী হন প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির দাবি, আট একর জমিতে বিস্তৃত বাংলোটির সংস্কারের সময় জমি অধিগ্রহণে আইনকে বুড়ো আঙুল দেখানো হয়েছে। ক্ষমতা বলে সরকারি জমি দখল করেন কেজরি।  এই অভিযোগ নিয়ে কম টানাপোড়েন হয়নি দিল্লিতে। এবার পাঞ্জাবেও উঠল সেই শিশমহল বিতর্ক।
  • Link to this news (প্রতিদিন)