সীমান্ত জেলায় কর্মরত বিহারের ভোটারদের ছুটি, গণতন্ত্রে অংশ নিতে নজির গড়ল যোগী সরকার
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার একটি নির্দেশ জারি করেছে। রাজ্যের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে। উত্তরপ্রদেশের সীমান্ত জেলাগুলিতে কর্মরত বিহারের ভোটাররা বেতন সহ ছুটি পাবেন। ছুটি দেওয়া হবে ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর।
এই নির্দেশটি জারি হয়েছে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১-এর ১৩৫বি ধারা মেনে। গভর্নর এই আদেশে সম্মতি দিয়েছেন। সুবিধা পাবেন বিহারের সেই সব ভোটাররা, যারা উত্তরপ্রদেশে সরকারি বা বেসরকারি চাকরি করেন অথবা দিনমজুর হিসেবে কাজ করেন।
এই সুবিধা দেওয়া হবে নিম্নলিখিত সাতটি জেলার কর্মীদের। সোনভদ্র, চান্দৌলি, গাজিপুর, দেওরিয়া, কুশিনগর, বাল্লিয়া এবং মহারাজগঞ্জ। এই জেলাগুলিতে বিহারের হাজার হাজার মানুষ কাজ করেন।
ছুটি না পেলে বহু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন না। তাই সমস্ত নিয়ন্ত্রক কর্মকর্তা ও অফিস প্রধানদের এই নির্দেশ কঠোরভাবে মানতে বলা হয়েছে। এই উদ্যোগ গণতন্ত্রকে শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধান সচিব এম. দেবরাজ বলেন, সীমান্ত এলাকায় এমন পদক্ষেপ দুই রাজ্যের মধ্যে সহযোগিতা তুলে ধরে।