• কনভয় ওভারটেক করে মন্ত্রীর উপর হামলার চেষ্টা! উত্তরপ্রদেশে গ্রেপ্তার অভিযুক্ত
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ক্যাবিনেট সদস্যের উপর হামলার চেষ্টা! মন্ত্রীর কনভয় ওভারটেক করে হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার রবার্টসগঞ্জে। সমাজকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী সঞ্জীব সিং গন্ডের কনভয়ে হামলা হলেও তিনি নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জেলাদপ্তরে বৈঠক সেরে ফিরছিলেন সঞ্জীব। তাঁর কথায়, ফেরার সময় একটি গাড়ি বারবার তাঁর কনভয় ওভারটেক করে কনভয় থামানোর চেষ্টা করছিল। এরপর হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে যায় গাড়িটি। সন্দেহভাজন গাড়ি থেকে কয়েকজন নেমে এসে মন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীদের উদ্দেশে গালিগালাজ করতে থাকে। গাড়ির বনেট ও উইন্ডশিল্ডে ঘুসি মারা হয়। পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে টের পেয়ে মন্ত্রীর চালক সেখান থেকে দ্রুত বেরিয়ে যান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ অভিযুক্তদের গাড়িটি আটকালে তার ভিতরে থাকা তিনজন পালিয়ে যান।

    পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জন পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া যুবকের নাম অঙ্কিত মিশ্র। বাকি দুই পলাতকের নাম শুভম সোনি এবং পঙ্কজ অগ্রাহরী। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, লোধি টোলপ্লাজার কাছে ওভারটেককে কেন্দ্র করে বচসার সূত্রপাত। চোপান সেতুর কাছে মন্ত্রীর গাড়ির গতি কিছুটা কমে যাওয়ায় কনভয়ের বাকি গাড়িগুলি কিছুটা এগিয়ে যায় সেই সময় মন্ত্রীর গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে গাড়িটি। সঞ্জীব বলেন, ”হামলাকারিরা গাড়ির বনেট ও উইন্ডশিল্ডে লাগাতার আঘাত করছিল। আমি আমার ড্রাইভারকে জানালা না নামাতে এবং অবিলম্বে গাড়ি চালিয়ে যাওয়ার নির্দেশ দিই।”

    উল্লেখ্য, ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সোনভদ্র সফর। তার আগে এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি পুলিশ পলাতক দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।
  • Link to this news (প্রতিদিন)