• সম্প্রীতি রক্ষায় কড়া পদক্ষেপ, উত্তরপ্রদেশে জাতপাতের সভা বন্ধের নির্দেশ যোগীর
    প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: জাতপাতের ভিত্তিতে রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার মামলায় আজ, শুক্রবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে শুনানি হয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলায় উত্তরপ্রদেশ সরকার আদালতে তাদের হলফনামা জমা দিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, জাতপাতের নামে রাজনৈতিক সমাবেশ বন্ধ করার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এমনকী ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তির জাত উল্লেখ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ একটি সার্কুলার জারি করেছেন।

    এই মামলার আবেদন করেছিলেন স্থানীয় আইনজীবী মতিলাল যাদব। কেন্দ্রীয় সরকারও তাদের হলফনামা আদালতে জমা দিয়েছে। বিচারপতি রাজন রয় এবং বিচারপতি রাজীব ভারতীর বেঞ্চ আবেদনকারীকে কেন্দ্রীয় সরকারের জবাবে পাল্টা জবাব দেওয়ার সময় দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ নভেম্বর।

    আগে আদালত কেন্দ্রীয়, রাজ্য সরকার, নির্বাচন কমিশন সহ চারটি প্রধান রাজনৈতিক দলের (কংগ্রেস, বিজেপি, সপা, বসপা) কাছে জবাব চেয়েছিল।

    আবেদনকারী ২০১৩ সালে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেন। তার অভিযোগ ছিল, উত্তরপ্রদেশে রাজনৈতিক দলগুলি ব্রাহ্মণ র‍্যালি, ক্ষত্রিয় সম্মেলন ইত্যাদির নামে জাতপাতের ভিত্তিতে লাগামহীন সভা করছিল। আদালত ২০১৩ সালের ১১ জুলাই এক গুরুত্বপূর্ণ আদেশে তাৎক্ষণিকভাবে রাজ্যে জাতপাত ভিত্তিক রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করে দেয়।

    আবেদনকারী যুক্তি দেন, এই ধরনের সমাবেশ সামাজিক ঐক্য ও সম্প্রীতির ক্ষতি করে। তাই সংবিধানের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে এগুলি বন্ধ করা উচিত।
  • Link to this news (প্রতিদিন)