আখ চাষিদের সঙ্গে বৈঠকে কেন্দ্রের ভূমিকাকে কুর্নিশ জানালেন যোগী
প্রতিদিন | ০১ নভেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: যোগী আদিত্যনাথের জামানায় কৃষিক্ষেত্রে দারুণ পরিবর্তন এসেছে। সম্প্রতি সরকারের তরফে আখের দাম বৃদ্ধির ঘোষণার পর চাষীরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সয়েল হেলথ কার্ড’ প্রকল্প চালু করেছেন। ‘পিএম কিষাণ সম্মান নিধি’ চালু হওয়ার ফলে এখন আর মহাজনদের কাছে হাত পাততে হয় না কৃষকদের। ২০১৪ সালে মোদি সরকার আসার পরই কৃষিতে এমন জোয়ার এসেছে বলে দাবি যোগীর।
২০১৭ সালে সরকার গঠনের প্রথম দিনেই ৮৬ লক্ষ কৃষকের ঋণ মকুব করা হয়েছিল উত্তরপ্রদেশে। গত সাড়ে ৮ বছরে ২৩ লক্ষ হেক্টর অতিরিক্ত জমিতে সেচ দেওয়া হয়েছে। ফড়েরা এখন আর কৃষকদের ক্ষতি করতে পারে না। কৃষকরা সরাসরি লাভবান হন।
আগের সরকার উত্তরপ্রদেশকে ‘বিমারু’ রাজ্যে পরিণত করেছিল। যোগী আমলে চিনিকল বন্ধ হওয়া থেমেছে। ৮ বছরে ৪টি নতুন চিনিকল তৈরি হয়েছে। ৬টি বন্ধ কল পুনরায় চালু হয়েছে এবং ৪২টি কলের ক্ষমতা বাড়ানো হয়েছে।
বর্তমানে রাজ্যে ১২২টি চিনিকল চালু আছে। এর মধ্যে ১০৫-১০৬টি কল এক সপ্তাহের মধ্যে আখের দাম মিটিয়ে দিচ্ছে। যোগী জানান, আখ, চিনি এবং ইথানল উৎপাদনে উত্তরপ্রদেশ এখন দেশে প্রথম স্থানে রয়েছে।
২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রেকর্ড ২,৯০,২২৫ কোটি টাকা আখের দাম বাবদ দেওয়া হয়েছে। এটি আগের সরকারের ১০ বছরের পেমেন্টের চেয়ে ১,৪২,৮৭৯ কোটি টাকা বেশি। ‘স্মার্ট সুগারকেন ফার্মার’ ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য চিরতরে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সরকার সব রকম সুবিধা দেবে। শুধু কৃষকদের সহযোগিতা প্রয়োজন।