সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবসেনার উদ্ধব শিবিরের অন্যতম নেতা এবং রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত অসুস্থ। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী দু’মাস জনজীবন থেকে দূরে থাকবেন। দলীয় কর্মীদের উদ্দেশে এক আবেগঘন চিঠিতে এই তথ্য জানিয়েছেন সঞ্জয় নিজেই।
এক্স হ্যান্ডলে পোস্ট করে সঞ্জয় লেখেন, ‘আপনারা সকলেই আমাকে ভালোবাসেন এবং আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমার গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে। আমি চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুসারে, আমাকে বাইরে না বেরতে বা জনসমক্ষে মেলামেশা না করতে বলা হয়েছে।’
কিন্তু কী হয়েছে সঞ্জয়ের? সূত্রের খবর অনুযায়ী, রাউত মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁর অসুস্থতার সঠিক কারণ এখনও জানা যায়নি। সঞ্জয় রাউতকে কয়েকদিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি গলার সমস্যায় ভুগছিলেন বলে জানা যায় সেই সময়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জয় রাউতের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। তিনি তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সঞ্জয় রাউত জি, আপনার দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।’ জবাবে রাউত লিখেছেন, ‘ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী! আমার পরিবার আপনার প্রতি কৃতজ্ঞ! জয় হিন্দ, জয় মহারাষ্ট্র!’
প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের এক বিশ্বস্ত সেনানি সঞ্জয়। মহারাষ্ট্রের অন্যতম বিরোধী নেতা তিনি। বারে বারে বিজেপি ও তাদের জোটসঙ্গীদের বিরুদ্ধে আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। আগামিকাল, শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল সঞ্জয়ের। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়ায় আপাতত এই ধরনের জন সমাবেশ থেকে তিনি দূরেই থাকবেন।