গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ‘কিষাণ মহাপঞ্চায়েতে’ বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সরব হন কেজরি। বলেন, “গত ৩০ বছর ধরে কৃষকরা বিজেপিকে ভোট দিয়েছেন। আর এই লোকেরা আপনাদের সন্তানদের জেলে ভরছে। আপনাদের ভোট পেয়ে অহংকারী হয়ে উঠেছে। কাপুরুষ বিজেপি নেতারা পুলিশের ছাতার নিচে আশ্রয় নেয়। কৃষকরা এদের উপর ভীষণ ক্ষুব্ধ। যদি একদিনের জন্য পুলিশ তুলে নেওয়া হয় তাহলে এই কৃষকরা বিজেপি নেতাদের বাড়ি থেকে টেনে বের করে মারবে। কোথাও লুকনোর জায়গা পাবে না। একদিন পুলিশ তুলে নাও, আমরা গুজরাট জুড়ে বিজেপি নেতাদের জীবন দুর্বিষহ করে তুলব। বিজেপি বিরাট ফাওদা লুটছে, এদের লুটপাট চালিয়ে যেতে দেব না।”
কেজরি আরও বলেন, ৪০০-র বেশি বাজারে কৃষকরা জড়ো হয়েছেন, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। একইসঙ্গে বলেন, “বিজেপি নেতারা এতটাই কাপুরুষ যে ট্রাম্প প্রতিদিন এদের হুমকি দেয়। ট্রাম্প বলে আমেরিকা থেকে আসা তুলায় আমদানি শুল্ক তুলে নাও। এরা মাথা নত করে আদেশ পালন করে। ট্রাম্প বলেন, রাশিয়ার তেল কিনবে না, এরা কেনে না। ট্রাম্প বলেন, আমি ভারত-পাকিস্তান যুদ্ধ থামিয়েছি। এদের মুখে কোনও কথা নেই। ট্রাম্প কান ধরে দাঁড়াতে বললে দাঁড়ায়, বসতে বললে বসে। ট্রাম্পের সামনে এদের প্যান্ট ভিজে যায়। অথচ দরিদ্র কৃষকদের জেলে পাঠায়। একটু লজ্জা করুন, যদি ক্ষমতা থাকে তবে ট্রাম্পকে হুমকি দিয়ে দেখান।”