মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: টাকা নিয়ে বিবাদ! বারংবার টাকা ফেরত চাওয়াতে এক ব্যক্তিকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ সিভিক ভলান্টিয়ার-সহ পাঁচজনের বিরুদ্ধে। গুরুতর আহত যুবক উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার শ্যামপুর এলাকায়। সাসপেন্ড করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামপুর থানার সাঁইবানিয়া গ্রামের বাসিন্দা আসফাকউদ্দিন খানের সঙ্গে টাকা নিয়ে বিরোধ ছিল শ্যামপুর থানার সিভিক ভলেন্টিয়ার শেখ মইদুলের। আসফাকউদ্দিনের থেকে টাকা ধার নিয়েছিলেন মইদুল। অভিযোগ, বারবার পাওনা টাকা চায়লেও তা দেননি মইদুল। ঝামেলা মেটাতে বসে সালিশি সভা। সেখানেও বিষয়টি মিটমাট হয়নি। এই গোটা ঘটনায় আহত আসফাকউদ্দিনের উপর রাগ ছিল সিভিক ভলান্টিয়ার মহিদুলের।
অভিযোগ গত সোমবার গ্রামে সালিশি সভা বসে। সেখানে বিষয়টি মিটমাট না হওয়ায় বাড়ি ফিরে যান সকলে। আসফাকউদ্দিনও বাড়ি ফিরছিলেন। অভিযোগ, অন্ধকার রাস্তা আসতেই কিছু লোক রড, লাঠি নিয়ে চড়াও হন আসফাকউদ্দিনের উপর। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়! খবর পেয়ে আসফাকউদ্দিনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। ততক্ষণে অভিযুক্তরা পালিয়েছে। আসফাকউদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ঝুমঝুমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ও হাসপাতালে।
সিভিক ভলান্টিয়ার মইদুল দুষ্কৃতী ভাড়া করে আসফাকউদ্দিনের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। তা নিয়ে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করে ঘটনার তদন্ত শুরু করেছে।