• রাস্তা ফুঁড়ে বেরিয়ে আসছে আগুন, শোরগোল রামপুরহাটে
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • হঠাৎই রাস্তা থেকে বেরিয়ে এল আগুন। চাঞ্চল্য রামপুরহাটে। শনিবার সন্ধ্যায় রামপুরহাট ডাক বাংলো মোড়ের কাছে একটি রাস্তার একটি ফাটল থেকে আগুন নির্গত হতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা দমকল ও পুলিশকে খবর দেন। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

    রামপুরহাট ডাক বাংলো মোড় যথেষ্ট জনবহুল এলাকা। এ দিন হঠাৎই মোড়ের কাছে রাস্তার উপরে একটি ফাটল থেকে আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা যায়। ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। রাস্তার ওই অংশ দিয়ে সাময়িক ভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশ ও দমকলকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় একটি ইঞ্জিন। দমকল কর্মীদের অনুমান, মাটির নীচে থাকা ইলেকট্রিকাল কেবলে শর্ট সার্কিট হওয়ার জন্যই এই ধরনের আগুন বের হয়েছে। আগুন নিভিয়ে দেওয়া হয়। খবর যায় বিদ্যুৎ বিভাগেও। বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে সেটিকে মেরামত করেন। ঘটনা প্রসঙ্গে রামপুরহাটথানার এক পুলিশ আধিকারিক জানান, ঘটনায় কোনরকম হতাহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)