• খড়দায় ফ্ল্যাট থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ
    এই সময় | ০১ নভেম্বর ২০২৫
  • খড়দায় ইঞ্জিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন বছর ২০-র  ওই যুবক। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। 

    জানা গিয়েছে, ওই ছাত্রের বাড়ি বিহারের পাটনায়। তিনি খড়দার একটি আবাসনে আরও দুই জন সহপাঠীর সঙ্গে ভাড়ায় থাকতেন। শুক্রবার সকালে অন্য দুই বন্ধু তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তাঁরাই স্থানীয়দের খবর দেন। মুহূর্তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দা থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বলরাম হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ওই ছাত্রের পরিবারের সদস্যরা এসে উপস্থিত হয়েছেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। তাঁর উপরে কোনও মানসিক চাপ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ফ্ল্যাটে থাকা অন্য দুই ছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

    এখনও পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও মন্তব্য করেনি পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পরেই মৃত্যুর কারণ নির্দিষ্ট করে বলা সম্ভব। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। 

  • Link to this news (এই সময়)