অরুণাচলের স্কুলে তিন ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় ধৃত অধ্যক্ষ সহ ৩
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
বিশেষ সংবাদদাতা, ইটানগর: অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াংয়ের মেবো এলাকায় একটি স্কুলে ৬ বছরের তিন ছাত্রকে যৌন নির্যাতনের ঘটনায় শুক্রবার পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে স্কুলের অধ্যক্ষও রয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আবাসিক স্কুলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। সাঙ্গো আবাসিক বিদ্যালয় নামে ওই স্কুলে প্রথমে পঞ্চম শ্রেণির এক ছাত্র অসুস্থ হয়ে পড়ে। ওই ছাত্রকে অভিভাবকরা চিকিত্সকের কাছে নিয়ে গেলে যৌন নিগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে। স্কুলটির আরও দুই ছাত্রের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবক মহলে ক্ষোভ ছড়ায়। পুলিশে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে অভিযুক্ত ওয়ার্ডেন ৩৩ বছর বয়সি হেন জনসন ভাইফেইকে প্রথমে গ্রেফতার করা হয়। পরে ওই হস্টেলের একাধিক ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, জনসনের নির্যাতন চালানোর বিষয়টি স্কুলের অধ্যক্ষ থ হোইনু ভাইফেই এবং কোষাধ্যক্ষ নিয়াংদোইতিং ভাইফেই জানতেন। তাঁরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তাঁদেরও গ্রেফতার করা হয়। ধৃত তিনজনই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা
পূর্ব সিয়াং পুলিশ একটি বিশেষ তদন্ত টিম বা সিট গঠন করেছে। বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে স্কুলের ছাত্রদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত জনসনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। তাকে জেল হেপাজতে পাঠিয়েছে আদালত।