বৃষ্টিতে ভিজে সকাল থেকে অপেক্ষা, জুবিনের শেষ ছবি মুক্তির পর উন্মাদনা অসমজুড়ে
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
গুয়াহাটি: সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে অসম। তার মধ্যে লম্বা লাইন সিনেমা হলের বাইরে। কেউ ছাতা মাথায়, কেউ রেনকোট পরে... অপেক্ষার প্রহর গোনা চলছে ভোর চারটে থেকে। এ অপেক্ষা শেষবার বড়পর্দায় রাজ্যের সংস্কৃতি আইকনকে দেখার। শেষবার তাঁর অভিনয় চাক্ষুষ করার। শেষবার তাঁর উপস্থিতি অনুভব করার। শেষবার তাঁকে শ্রদ্ধা জানানোর। তিনি জুবিন গর্গ। যাঁর জন্য আবেগের স্রোতে ভাসছেন অসমবাসী। শুক্রবার রাজ্যজুড়ে সমস্ত প্রেক্ষাগৃহে একটিই ছবি দেখানো হয়েছে। সেটি জুবিন অভিনীত শেষ ছবি ‘রোই রোই বিনালে’। তা ঘিরেই ভোর থেকে যাবতীয় উন্মাদনা অনুরাগীদের। বন্ধ হয়ে যাওয়া বহু হল খোলা হয়েছে ছবিটি দেখানোর জন্য। সেগুলির বাইরেও ভক্তদের লম্বা লাইন চোখে পড়ার মতো। এমনকি, হাউসফুল রাতের শোগুলিও। প্রথম সপ্তাহের সমস্ত টিকিট সোল্ড আউট। দেশজুড়ে মোট ৮০০টি স্ক্রিনিং পেয়েছে ছবিটি। ছবির একটি দৃশ্যে দেখা যায়, জুবিন অভিনীত চরিত্রটি অচেতন অবস্থায় পড়ে রয়েছে সমুদ্রতীরে। বাস্তবের সঙ্গে এই দৃশ্যের সাদৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা। ১৯ বছর ধরে ছবিটি তৈরি করা হয়েছে। অসমজুড়ে ৯০টিরও বেশি সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে ছবিটি রিলিজ হয়েছে। কোনও অসমীয়া ছবির জন্য এটি রেকর্ড। তবে আরও রেকর্ড গড়া কেবল সময়ের অপেক্ষা। অসমের সর্বোচ্চ আয় করা ছবি ‘বিদুরভাই’ (২০২৪)। ১৫.৭৫ কোটি টাকা আয় করেছিল সিনেমাটি। সেই সিনেমার ব্যবসা ছাপিয়ে ৫০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারে ছবিটি।