পথকুকুর মামলায় মুখ্যসচিবদের হাজিরা দিতেই হবে: সুপ্রিম কোর্ট, বাদ শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নয়াদিল্লি: ভার্চুয়ালি নয়। আগামী ৩ নভেম্বর পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা বাদে বাকি সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। পথকুকুরদের মামলায় কেন হলফনামা দাখিল করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে। শুক্রবার, টানা দ্বিতীয় দিন রাজ্যের মুখ্যসচিবদের ভার্চুয়ালি হাজিরার আবেদন খারিজ করে এমনই জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথের স্পষ্ট বক্তব্য, আদালতের নির্দেশের পরও আধিকারিকরা ঘুমোচ্ছেন! এবার তাঁদের হাজিরা দিতেই হবে।
পথকুকুর সংক্রান্ত মামলায় ক্ষোভের মুখে পড়ে পরে রায় বদল করেছিল সুপ্রিম কোর্ট। আদালতের তরফে পথ কুকুরদের টিকা ও বন্ধ্যাত্বকরণের উপর জোর দেওয়া হয়েছিল। আর তা নিয়েই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে মতামত চেয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। দু’মাস পেরিয়েছে। কিন্তু দু-একটি রাজ্য বাদে আর কেউই সাড়া দেয়নি। তাতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। এদিন সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদন খারিজ করে বিচারপতি বিক্রম নাথ বলেন‘ না। মুখ্যসচিবদের সশরীরে উপস্থিত হতেই হবে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আদালত তাঁদের হলফনামা দাখিলের কথা বলছে, সময় দিচ্ছে আর তাঁরা ঘুমোচ্ছেন। আদালতের নির্দেশের প্রতি কোনও সম্মান নেই। তাঁদের আসতেই হবে। এবার আমরা কথা বলব।’