• মেয়র খুনে ৫ জনকে ফাঁসির সাজা চিত্তুরে
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • চিত্তুর: অন্ধ্রপ্রদেশের চিত্তুরের মেয়র ও তাঁর স্বামীকে হত্যার মামলায় পাঁচ অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। ২০১৫ সালে চিত্তুর পুরসভা ভবনের ভিতরেই মেয়র কাতারি অনুরাধার উপর হামলা চালানো হয়। সেই সময় সেখানে অনুরাধার স্বামী কাতারি মোহনও উপস্থিত ছিলেন। হামলাকারীরা বোরখা পরে মেয়রের কার্যালয়ে ঢোকে। প্রথমে অনুরাধা ও মোহনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর অনুরাধাকে গুলি করে খুন করা হয়। আঘাতের জেরে মারা যান তাঁর স্বামীও। প্রধান অভিযুক্ত হিসেবে মোহনের ভাইপো শ্রীরাম চন্দ্রশেখরের নাম উঠে আসে। পারিবারিক গণ্ডগোলের জেরেই মেয়রের উপর হামলা হয় বলে জানায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। প্রায় ১০ বছর পর শুক্রবার চিত্তুরের অতিরিক্ত জেলা সেশনস আদালত মামলার রায় ঘোষণা করল। বিচারক এন শ্রীনিবাস রাও জানিয়েছেন, এটি ‘বিরলের মধ্যে বিরলতম’ ঘটনা। তাই প্রধান পাঁচ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া হল। এদিন রায় ঘোষণা উপলেক্ষ্য আদালত চত্বরে ১৬৩ ধারা জারি করা হয়। আদালতের কর্মীদের ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
  • Link to this news (বর্তমান)