• টাকা হাতাতে বোনকেই খুন, দেহ বস্তায় ভরে আখের খেতে
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • লখনউ: বোনের বিয়ের জন্য টাকা জমিয়ে রেখেছিলেন বাবা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে যুবক। সব টাকা বোন কেন পাবে? এনিয়েই ঝামেলার সূত্রপাত। পরে তা চরম আকার নেয়। টাকা হাতাতে সোমবার বোনকেই শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল রাম আশিস নিসাদ নামে ওই যুবকের বিরুদ্ধে। পরে মৃত বোন নীলমের হাত-পা ভেঙে, বস্তায় ভরে বাড়ি থেকে ৭০ কিলোমিটার দূরের একটি আখের খেতে ফেলে আসেন অভিযুক্ত। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা। বাইকে দেহ নিয়ে যাওয়ার পথে একবার পুলিশ থামিয়েছিল অভিযুক্তকে। নির্লিপ্তভাবে যুবক জবাব দেয় - বস্তায় গম আছে স্যার। কিন্তু শেষরক্ষা হল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রামকে গ্রেফতার করা হয়েছে।

    জানা গিয়েছে, সড়ক প্রকল্পের জন্য রামের বাবা চিঙ্কু নিসাদের একটি জমি অধিগ্রহণ করেছে সরকার। এজন্য চিঙ্কুকে ছয় লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়। আর সেই টাকা মেয়ে নীলমের বিয়ের জন্য গুছিয়ে রেখেছিলেন চিঙ্কু। এনিয়েই গোলমাল শুরু হয়। সোমবার বোনকে খুন করে রাম। পরে দেহটি বস্তায় ভরে বাইকে বেঁধে কুশীনগরের একটি আখ খেতে ফেলে দিয়ে আসে। বস্তায় দেহ নিয়ে যাওয়ার সময় একটি সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। দেখা যাচ্ছে তাঁকে পুলিশ আটকেছে। জিজ্ঞাসা করছে, বস্তার মধ্যে কী রয়েছে? রাম হাসিমুখে জবাব দেয় -গম আছে। উত্তর দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে থানার দ্বারস্থ হয় পরিবার। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর রামকে জেরা শুরু করে পুলিশ। শেষমেশ খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।
  • Link to this news (বর্তমান)