• ‘কোনও প্রমাণই নেই’, জামিন চেয়ে সুপ্রিম কোর্টে দাবি উমর খালিদের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: কোনওরকম ষড়যন্ত্রে জড়িত নই। হিংসার ঘটনায় যুক্ত থাকার প্রমাণই নেই আমার বিরুদ্ধে। ২০২০ সালের দিল্লি দাঙ্গার ঘটনায় ধৃত উমর খালিদ শুক্রবার ইউএপিএ মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে একথা বললেন। ঘটনাচক্রে, একদিন আগেই অভিযুক্তদের জামিন মঞ্জুরের বিরুদ্ধে শীর্ষ আদালতে সওয়াল করেছিল দিল্লি পুলিশ। তাদের দাবি ছিল, সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র থেকে দিল্লিতে দাঙ্গা ছড়ানো হয়েছিল।

    ছাত্রনেতা উমর খালিদের হয়ে এদিন আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল। বিচারপতি অরবিন্দ কুমার এবং এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে তিনি বলেন, আমার মক্কেলের কাছ থেকে টাকা-পয়সা, অস্ত্রশস্ত্র কিছুই উদ্ধার হয়নি। না পাওয়া গিয়েছে দাঙ্গা সংক্রান্ত কোনও নথি বা অন্য কোনও প্রমাণ। খালিদের বিবৃতি উদ্ধৃত করে সিবাল সুপ্রিম কোর্টে বলেন, ‘৭৫১টি এফআইআর হয়েছে। আমার বিরুদ্ধে একটিতে চার্জ গঠন হয়েছে। আমি দাঙ্গার ষড়যন্ত্র করেছি বলে অভিযোগ। অথচ যেদিন দাঙ্গা হয়েছিল, আমি দিল্লিতে ছিলামই না। প্রত্যক্ষদর্শীর এমন কোনও বয়ান নেই যাতে প্রমাণিত হয় আমি দাঙ্গায় যুক্ত।’ এরপরই সিবাল বলেন, উমর খালিদের সহ আন্দোলনকারী (সিএএ বিরোধী) নাতাশা নারওয়াল, দেবাঙ্গনা কলিতা এবং আসিফ ইকবাল তানহা প্রত্যেককেই ২০২১ সালের জুনে জমিন দেওয়া হয়েছিল। তাই সমতারক্ষার যুক্তিতে খালিদেরও জামিন পাওয়ার অধিকার রয়েছে।
  • Link to this news (বর্তমান)