পলাতক রুশ স্ত্রী মামলা: রেড কর্নার নোটিস ইশ্যুর নির্দেশ শীর্ষ আদালতের
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাঙালি যুবকের পলাতক রুশ স্ত্রী মামলায় নয়া মোড়। সৈকত বসুর রুশ স্ত্রী ভিক্টোরিয়াকে ভারতে আনতে এবার রেড কর্নার নোটিস ইশ্যুর নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে ছিল এই মামলার শুনানি। এদিন দিল্লি পুলিশ ও বিদেশ মন্ত্রক মামলার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে আদালতে। কিন্তু এখনও নাবালক স্তাভ্য সহ রুশ স্ত্রী ভিক্টোরিয়াকে ভারতে ফেরত আনা যায়নি। এমনকি ব্লু কর্নার নোটিস ইশ্যু করেও কাজ হয়নি। তাই শুনানির পর্যবেক্ষণে এদিন বিচারপতি সূর্য কান্ত কেন্দ্রের অতিরিক্ত সলিসেটর জেনারেল ঐশ্বর্য ভাট্টিকে বলেন, ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি করা হলে রুশ কর্তৃপক্ষ সহযোগিতা করতে পারে। বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ, ব্লু কর্নার নোটিসে কোনও কাজ হচ্ছে না বলেই রেড কর্নার নোটিস জারি করার চেষ্টা করা হোক। আমরা চাই না, এটা হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয় হয়ে উঠুক। উল্লেখ্য, কলকাতার বাঙালি যুবক সৈকত বসুর সঙ্গে তাঁর রুশ স্ত্রী ভিক্টোরিয়ার বিবাহ বিচ্ছেদ মামলায় পাঁচ বছরের সন্তান স্তাভ্যকে সপ্তাহে কিছুদিন বাবা, কয়েকদিন মায়ের কাছে থাকার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু ছেলেকে পেয়েই দিল্লিতে রাশিয়ার দূতাবাসের সাহায্যে ভিক্টোরিয়া রাশিয়া পালিয়ে যান বলেই সৈকত বসুর পরিবারের অভিযোগ। বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, যাবতীয় পদক্ষেপ করতে হবে দু’দেশের কূটনৈতিক সুসম্পর্কের কথা মাথায় রেখে। আমরা চাই না, এই ঘটনার জন্য ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্প র্কে কোনও প্রভাব পড়ুক। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য দু’সপ্তাহ সময় দিয়েছে শীর্ষ আদালত। দু’সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি।