• দিল্লির পর এবার চণ্ডীগড়ে ‘শিশমহল’, কেজরিওয়ালের বিরুদ্ধে সরব বিজেপি, ভিত্তিহীন দাবি, পালটা চ্যালেঞ্জ আপের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি ও চণ্ডীগড়: ফের আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে শিশমহল বিতর্ক খুঁচিয়ে তুলল বিজেপি। দিল্লির পর এবার চণ্ডীগড়ে। গেরুয়া পার্টির অভিযোগ, পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে কেজরির দল। ভগবন্ত মানের সরকার চণ্ডীগড়ে সাততারা বিলাসবহুল বাংলো দিচ্ছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আপ। তাদের পালটা চ্যালেঞ্জ, সাহস থাকলে প্রমাণ দেখাক বিজেপি।

    মুখ্যমন্ত্রী থাকাকালীন দিল্লিতে সরকারি বাসভবন সংস্কারের জন্য কেজরিওয়ালের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা ব্যয়ের অভিযোগ তুলেছিল বিজেপি। মুখ্যমন্ত্রীর বাড়িকে ‘শিশমহল’ বলেও কটাক্ষ করেছিল তারা। রাজধানীর বিধানসভা ভোটেও এই ইশ্যুকে অন্যতম হাতিয়ার করে গেরুয়া শিবির। এবার চণ্ডীগড়ে তাঁর বিলাসবহুল বাংলো নিয়ে সরব হয়েছে পদ্মপার্টি। তাঁদের অভিযোগ, পাঞ্জাবের আপ সরকার কেজরিকে চণ্ডীগড়ের সেক্টর ২-তে  দুই একর জমিতে তৈরি বাংলো দিয়েছে। মুখ্যমন্ত্রীর ‘কোটা’য় সেই আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। বিজেপি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে, কেজরি নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরতে তৎপর। কিন্তু, তাঁর আরও একটি বিলাসবহুল শিশমহল তৈরি হচ্ছে। দিল্লির বাসভবনটি ছেড়ে দিতে হয়েছে। এখন পাঞ্জাবের ‘সুপার চিফ মিনিস্টার’ অরবিন্দ কেজরিওয়াল আরও বড় ও সুসজ্জিত শিশমহল পেতে চলেছেন। চণ্ডীগড়ের ‘শিশমহল’ নিয়ে আপকে খোঁচা দিয়েছেন বিদ্রোহী সাংসদ স্বাতী মালিওয়ালও। যদিও সমস্ত অভিযোগ খারিজ করে পাঞ্জাবের শাসক দল জানিয়েছে, কেজরিকে সরকারি বাড়ি দেওয়া নিয়ে গেরুয়া পার্টি ভিত্তিহীন দাবি করছে। তারা অনুমোদনের চিঠি দেখাতে পারবে? আসলে প্রধানমন্ত্রীর ভুয়ো যমুনার গল্প প্রকাশ্যে চলে এসেছে। সেকারণেই আতঙ্কিত হয়ে বিজেপি এসমস্ত খবর ছড়াচ্ছে।
  • Link to this news (বর্তমান)