নয়াদিল্লি: তিনি ইন্ডাস্ট্রির শাহেনশা। অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করা নতুন প্রজন্মের যে কোনও অভিনেতার স্বপ্ন। সেই স্বপ্নই পূরণ হয়েছে অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে। তবে স্বাভাবিক এই সৌজন্য পছন্দ হয়নি খালিস্তানি জঙ্গিদের। সরাসরি হুমকি এসেছে দিলজিতের নামে। সংকটে তাঁর মেলবোর্নের অনুষ্ঠানও। এই আবহে খালিস্তানিদের ‘টার্গেট’ নাকি খোদ অমিতাভ! না, নেহাৎ ‘ভ্রান্ত’ সংশয় নয়। সত্যিই সিঁদুরে মেঘ দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে কারণে ‘বিগ বি’র নিরাপত্তা আরও বাড়ানোর ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর।
বর্তমানে ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পান অমিতাভ। সেই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তাঁর উপর হামলা চলতে পারে— এমনই আশঙ্কা গোয়েন্দাদের। কিন্তু কেন আচমকা উদ্বিগ্ন দেশের দুঁদে তদন্তকারীরা? এর নেপথ্যে রয়েছে ১৯৮৪ সালের শিখ দাঙ্গা। খালিস্তানি ‘জঙ্গি’ গুরুপতওয়ান্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর দাবি, ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী সময়ে ওই দাঙ্গার নেপথ্যে বড় ভূমিকা ছিল অমিতাভের। কারণ, তাঁর ‘খুন কা বদলা খুন’ স্লোগান। যদিও এই স্লোগান ঘিরে বিতর্কের অন্ত নেই। এর জন্য আমেরিকা, অস্ট্রেলিয়ায় মামলা দায়ের হয়েছিল সিনিয়র বচ্চনের বিরুদ্ধে। তবে তিনি নিজে বিবৃতিতে জানিয়েছিলেন, ‘নেহরু-গান্ধী পরিবারের সঙ্গে আমাদের পারিবারিক যোগাযোগ বহু পুরোনো। শিখ দাঙ্গায় উসকানি দেওয়ার দায়িত্বজ্ঞানহীন অভিযোগ আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছে।’ তা সত্ত্বেও অবস্থান বদলায়নি খালিস্তানিদের। তাদের দাবি, ওই স্লোগানের জন্য ১৯৮৪’র দাঙ্গা আরও তীব্র হয়। আর তখন থেকেই খালিস্তানিদের রোষানলে বিগ বি। আর তাই তাঁর পা ছুঁয়ে বিরাগভাজন হয়েছেন দিলজিৎ।
‘শিখস ফর জাস্টিস’ সংগঠনের প্রতিষ্ঠাতা পান্নুন সম্প্রতি প্রকাশ্যে জানিয়েছে, পাগড়ি পরে অমিতাভের পা ছুঁয়ে শিখ দাঙ্গায় নিহতদের অসম্মান করেছেন দিলজিৎ। এর জন্য ১ নভেম্বর মেলবোর্নে দিলজিতের অনুষ্ঠানে হামলা চালাবে তারা। এক্স হ্যান্ডলে শুরু হয়েছে ‘বয়কট দিলজিৎ’ হ্যাশট্যাগ। ১৯৮৪ সালের দাঙ্গার ছবি ছড়িয়ে দিয়ে বিদ্বেষ বাড়ানোর চেষ্টাও চলছে পুরোদমে। সতর্ক রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পুলিশ ও গোয়েন্দা সংস্থাও। দিলজিতের ‘অরা ২০২৫’ কনসার্টে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে চারিদিক। তবে এসব হুমকিকে পাত্তা দিতে নারাজ দিলজিৎ। তিনি সাফ জানিয়েছেন, ‘যে যা খুশি বলুক, আমি ভালোবাসা দিয়ে যাব।’ যদিও খালিস্তানিদের এমন হুমকির পর চুপচাপ বসে থাকতে নারাজ কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁরাও আগেভাগে প্রস্তুত থাকছেন।
সম্প্রতি কানাডায় খালিস্তানি জঙ্গিদের হামলার মুখে পড়েছে কপিল শর্মার নতুন কাফে। তাঁকে হুমকিও দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। সদ্য হুমকি পেলেন দিলজিৎ। তাই অমিতাভের উপর হামলা, হুমকির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ চলতি বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার মুখে পড়েছেন সইফ আলি খান। ওয়াই ক্যাটিগরির নিরাপত্তা পাওয়া সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরেও গুলি চলেছে। ইন্ডাস্ট্রিতে এখন একটাই চাপানউতোর— এবার কি টার্গেট অ্যাংরি ইয়ং ম্যান?