• বৃষ্টিতে গৌড়বঙ্গজুড়ে শীতের আমেজ, রবিবার থেকে পরিষ্কার হতে পারে আকাশ
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বেশ ঠান্ডা হাওয়া। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। অক্টোবরের শেষ দিনে গৌড়বঙ্গ জুড়ে শীতের আমেজ। অসমের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে এধরনের বৃষ্টিপাত হচ্ছে। যদিও রবিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। 

    মালদহের আবহাওয়াবিদ তপন কুমার দাস বলেন, দক্ষিণ-পূর্ব অসমের উপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই মালদহ সহ উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। শুক্রবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারাদিন আকাশ মেঘলা ছিল। ইংলিশবাজার সহ মালদহ জেলার প্রায় সর্বত্রই বিকেল ৫টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতের পরিমাণ ছিল হালকা থেকে মাঝারি। অন্যদিকে, শুক্রবার দফায় দফায় ভারী বৃষ্টি কনকনে হওয়ায় শীতের আমেজ উত্তর দিনাজপুর জেলাজুড়ে। বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টির ঘনঘটা চলছে। শুক্রবার দিনভর মেঘলা আবহাওয়ার জন্য সূর্যের দেখা মেলেনি। এরই মাঝে শীতের পোশাক পরে ছাতা মাথায় মানুষকে রায়গঞ্জ শহরের রাস্তায় ঘুরতে দেখা গেল। 

    তবে এই বৃষ্টির জন্য শহরের বিভিন্ন রাস্তায় প্যাচপ্যাচে জলকাদার সমস্যা তৈরি হয়েছে। সিকিম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জ ও পার্শ্ববর্তী এলাকায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি করে কমেছে। গত ২৪ ঘণ্টায় রায়গঞ্জের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। শনিবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। দিনের তাপমাত্রা আগের মতো ধাপে ধাপে বেড়ে যেতে পারে। 

    দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েও শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবি ও সোমবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। এদিকে শুক্রবার দুপুর থেকেই মেঘলা আকাশ দেখা যায় বালুরঘাট শহর সহ জেলা জুড়ে।  দুপুর থেকেই কয়েক পশলা বৃষ্টিপাত হয়েছে।  এদিকে ভারী বৃষ্টি নিয়ে জেলা প্রশাসনের তরফে চাষি ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এবিষয়ে মাঝিয়ান কৃষি কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক সুমন সূত্রধর বলেন, শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত হবে। ৩ নভেম্বরের পর আকাশ পরিষ্কার হবে। 
  • Link to this news (বর্তমান)