রায়গঞ্জে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ধারালো অস্ত্র, লোহার রড, জানালা দরজা ভাঙার যন্ত্রাংশ নিয়ে জড়ো হলেও যথাসময়ে ডাকাতির ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিশ। জালে পড়েছে রায়গঞ্জ শহরের সৎসঙ্ঘ স্কুলপাড়া ও কাচিমুয়া ও হরিগ্রাম এলাকার তিন দুষ্কৃতী। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ধৃতরা সহ আট থেকে দশ জন জড়ো হয় রায়গঞ্জ শহরের কাছে গোয়ালপাড়া বঙ্গীয় গ্রামীণ সমবায় ব্যাঙ্কের কাছে। সেখানেই গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিন জনকে ধরে ফেলে। বাকিরা পালিয়ে যায়। শুক্রবার ধৃতদের জেলা আদালতে হাজির করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা হল অভিষেক ওরফে বিট্টু মণ্ডল, বদরুদ্দীন সরকার, নাজিমূল আলি।
সম্প্রতি শহরের জেলখানা মোড় থেকে গোয়ালপাড়া, দোস্তিমোড় হয়ে কসবাগামী পুরনো জাতীয় সড়কের ধারে দফায় দফায় কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। কিছু মাস আগে জেলখানা মোড়ে এটিএম লুট, তারপরও গবাদিপশু চুরি, কলেজপাড়া থেকে রহস্যজনক প্রাইভেট গাড়ি উদ্ধারের মতো কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই জেলখানা মোড় থেকে কসবামোড়গামী পুরনো জাতীয় সড়কে বিশেষ নজরদারি রাখা হয়। আর সেই নজরদারির জন্যই ডাকাতির ছক বানচাল করার মতো একটি সাফল্য পেল রায়গঞ্জ থানা।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে পাঁচ সাত জন সন্দেহজনক ব্যক্তি বাইক নিয়ে গোয়ালপাড়া বঙ্গীয় গ্রামীণ সমবায় ব্যাঙ্কের কাছে জড়ো হয়েছে। যাদের উদ্দেশ্য ডাকাতি করা। এরপরই পুলিশ অভিযান নামে। অভিষেক ওরফে বিট্টু মণ্ডল, বদরুদ্দীন সরকার, নাজিমূল আলি নামে তিন জনকে পুলিশ পাকড়াও করে। বাকিরা পালিয়ে যায়। পুলিশ ধৃতদের শুক্রবার জেলা আদালতে হাজির করে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে অভিষেক রায়গঞ্জ শহরের সৎসঙ্ঘ স্কুল পাড়ার বাসিন্দা। বাকি দু’জনের বাড়ি রায়গঞ্জের কাচিমুয়া ও হরিগ্রাম এলাকায়। তাদের কাছ থেকে হাঁসুয়া, টর্চ, লোহার রড সহ জানালা দরজা ভাঙার যন্ত্রাংশ পাওয়া গিয়েছে।