• নদীর চর দখল করা যাবে না, হুঁশিয়ারি গৌতম দেবের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নদীর চর আর দখল হতে দেওয়া যাবে না। শুক্রবার সেচদপ্তরের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই সঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এখানকার নদীগুলির নাব্যতা বাড়ানো এবং ভাঙন রোধে ভেটিভার ঘাস ও ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই এখানকার নদীগুলির অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানো হবে। 

    ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের তিন সপ্তাহ পর এদিন দুপুরে পুরভবনে সেচদপ্তরের শিলিগুড়ি ডিভিশনের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন  মেয়র। বৈঠকে তিনি ছাড়াও ডেপুটি মেয়র রঞ্জন সরকার, অন্যান্য মেয়র পরিষদ সদস্য ও আধিকারিকরা ছিলেন। সেখানে নদীগুলির গতিপথ,  চর, বাঁধ ও পাড়ের অবস্থা নিয়ে আলোচনা করা হয়। 

    পরে মেয়র বলেন, মহানন্দা সহ বিভিন্ন নদীর চর আর দখল করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সেচদপ্তরের ইঞ্জিনিয়ারদের সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও চর দখল করার চেষ্টা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শীঘ্রই নদীগুলির অবস্থা ও চর দখলের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাব। 

    এদিকে, নদীর নাব্যতা বাড়ানো ও ভাঙন রোধে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে এদিনের বৈঠকে জানিয়েছেন সেচদপ্তরের ইঞ্জিনিয়াররা। পরে মেয়র বলেন, প্রাথমিকভাবে মহানন্দা, বালাসন, চামটা, পঞ্চনই ও মহিষমারি এই পাঁচটি নদীর নাব্যতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সেচদপ্তর। তারা এ বিষয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। তাদেরকে এ ব্যাপারে পুরসভা সহায়তা করবে। এছাড়া, মহানন্দা, বালাসন, রক্তি, মেচি প্রভৃতি নদীর ভাঙন রোধে এবং বাঁধ রক্ষায় ভেটিভার ঘাস ও ম্যানগ্রোভ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সেচদপ্তর। তারা এ জন্য বনদপ্তরের সহযোগিতা চেয়েছে।
  • Link to this news (বর্তমান)