বিএলওদের প্রশ্নবাণে জেরবার আধিকারিকরা, গরহাজিরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভোটারের জন্ম তারিখ একাধিক হলে কোনটা ধরা হবে? আধারকার্ড কিংবা মোবাইল ফোনের নম্বর দিতে না চাইলে কি করব? একমাসে ৫০০-৬০০ বাড়িতে যাওয়া সম্ভব হবে? বিএলওদের সাম্মানিক কত? গত নির্বাচনের কাজের ভাতা কবে মিলবে? শুক্রবার এসআইআর নিয়ে শিলিগুড়িতে প্রশিক্ষণ শিবিরে বিএলওদের এমন একগুচ্ছ প্রশ্নবাণে জেরবার প্রশাসনের আধিকারিকরা। এদিকে, এদিনের শিবিরে বেশ কিছু বিএলও গরহাজির ছিলেন বলে খবর। তাঁদের কাছে শোকজ নোটিশ পাঠাতে পারে প্রশাসন।
নির্বাচন কমিশনের নির্দেশে এদিন শিলিগুড়ির দীনবন্ধুমঞ্চে বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শিবির করে প্রশাসন। শিবিরে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিএলওরা এসেছিলেন। এঁদের অধিকাংশই শিক্ষক। জায়েন্ট স্ক্রিনে বিএলওদের কাজকর্ম বিস্তারিত তুলে ধরেন প্রশাসনের আধিকারিকরা।
প্রশাসন সূত্রে খবর, শিবিরে এক বিএলও’র প্রশ্ন ছিল আধারকার্ড, ভোটারকার্ড ও স্কুলের সার্টিফিকেটে ভোটারের তিনরকম জন্ম তারিখ। তা হলে কোনও তারিখ ইনিউমারেশন ফরমে লেখা হবে? আরএকজন বিএলও’র প্রশ্ন অনেকের কাছে তো জন্মের সার্টিফিকেট নেই। তা হলে কি করা হবে? এই দু’টি প্রশ্ন নিয়ে শিবিরে মহকুমা ওসি ইলেকশন বিপ্লব চক্রবর্তী বলেন, ভোটারকার্ডে যে জন্ম তারিখ রয়েছে, সেটাই উল্লেখ করবেন।
সঙ্গে সঙ্গে শিবিরে আরও দু’জন বিএলও বলেন, অনেকে আধারকার্ডের নম্বর কিংবা ফোন নম্বর দিতে চান না। সেগুলি ব্যক্তিগত তথ্য হিসেবে ওই ভোটাররা গোপন রাখতে চান। ওসি ইলেকশন বলেন, ভোটারদের বুঝিয়ে আধারকার্ডের নম্বর নেওয়ার চেষ্টা করবেন। সেই নম্বর না দিলে উল্লেখ করবেন না। কারণ আধারকার্ডের নম্বর দাখিল করা বধ্যতামূলক নয়।
এভাবে একের পর এক প্রশ্ন করেন বিএলওরা। একজন বলেন, এক মাসের মধ্যে ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়। আরএকজন বলেন, গত নির্বাচনের আগে বিএলও’র দায়িত্ব পালন করেও ভাতা মেলেনি। এবার ভাতা কত দেওয়া হবে। প্রশাসনের আধিকারিকররা বলেন, বিএলওদের সঙ্গে ভলান্টিয়ার নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রাক্তন বিএলওদের নিয়োগ করার চেষ্টা চলছে। তা হলে এক মাসের মধ্যে কাজ শেষ করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এবার বিএলও’র ১২ হাজার টাকা করে সম্মানিক পাবেন। তাঁদের অ্যাকাউন্টে তা দেওয়া হবে। আর অতীতে ডিউটি করেও ভাতা পাননি, তাঁদের বিষয়টি দেখা হবে।
এদিকে, এদিনের শিবিরে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের ২৪৫ জন বিএলও’র মধ্যে বেশ কয়েকজন গরহাজির ছিলেন। মহকুমা নির্বাচন দপ্তরের এক আধিকারিক জানান, ওই বিএলওদের তালিকা তৈরি করা হচ্ছে। কমিশনের নির্দেশ মতো তাঁদের শোকজ করা হবে। অন্যদিকে, আজ শনিবার মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে বিএলওদের নিয়ে প্রশিক্ষণ শিবির হবে।