• রাজ্যে ক্ষমতায় এলে সীমান্তে কাঁটাতারের বেড়া থাকবে না, বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে তীব্র আলোড়ন
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: পশ্চিমবঙ্গে বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’ নিয়ে সারা বাংলা জুড়ে সরব হচ্ছে বিজেপি। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি দিচ্ছে না রাজ্য সরকার—এ অভিযোগও পদ্মপার্টির। অথচ সেই দলেরই সাংসদ প্রকাশ্য মঞ্চ থেকে কথা দিলেন—রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতারে বেড়া থাকবে না। সব এক হয়ে যাবে। গত বৃহস্পতিবার রাতে কৃষ্ণগঞ্জ বিধানসভার গেদে এলাকায় একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এহেন বেফাঁস মন্তব্য করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, এবার যদি জিতি, তাহলে মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখব না। দুই দেশ এক ছিল, আগামী দিনে এক হয়ে যাবে।’ সাংসদের এই বক্তব্য নিয়েই বিতর্কের সূত্রপাত। তিনি আরও বলেন, ‘যদি তৃণমূল জেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না। তখন তা বৃহত্তর বাংলাদেশ হয়ে যাবে।’ সাংসদের এই বক্তব্যের ভিডিও (সত্যতা যাচাই করেনি বর্তমান) ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।   পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিজেপি নেতারা নির্বাচনের প্রাক্কালে বাজার গরম করছে। অনুপ্রবেশ ঠেকাতে আর অনুপ্রবেশকারী তাড়াতে এসআইআরের প্রয়োজনীয়তার কথাও বারবার বলছে গেরুয়া পার্টি।  সীমান্ত দিয়ে অনুপ্রবেশ আটকাতে পারলেই বঙ্গে বিজেপির ক্ষমতায় আসা অবশ্যম্ভাবী—এমনও দাবি পদ্মপার্টির। তাই সীমান্তে নিরাপত্তা সুনিশ্চিত করার পক্ষে বারবার সুর চড়িয়ে এসেছে বিজেপি নেতারা। এই পরিস্থিতিতে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে কাঁটাতার উপড়ে ফেলার গালভরা প্রতিশ্রুতি ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি সমীর বিশ্বাস বলেন, সীমান্তে কাঁটাতারের বিষয়টা রাজ্য সরকার দেখে না। এটা স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় পড়ে। সাংসদের এই বক্তব্য মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই না। এই বিষয়ে জগন্নাথবাবু বলেন, ক্ষমতায় এলে কাঁটাতারের বেড়া থাকবে না, এটা বলেছি। কারণ, নতুন করে সোনার বাংলা গড়া হবে। ব্যাপক উন্নয়ন হবে। যা দেখে, বাংলাদেশিরাও ভারতের সঙ্গে যুক্ত হতে চাইবে। একসময়ে তো আমরা একই ছিলমা। তাই আর কাঁটাতারের বেড়া লাগবে না। 
  • Link to this news (বর্তমান)