• একাধিকবার রেজিস্ট্রেশন করে একই ক্লাসে বছরের পর বছর ছাত্রনেতারা
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • শ্রীকান্ত পড়্যা , তমলুক:

    বার বার রেজিস্ট্রেশন করে কেউ একই ক্লাসে বছরের পর বছর থেকে যাচ্ছেন। আবার কেউ পাশ করে যাওয়ার পর ফের কলেজে ভর্তি হতে লাইনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম সীতানন্দ কলেজের এমনই আজব ঘটনা সামনে আসায় হইচই পড়ে গিয়েছে। ৩০ অক্টোবর কলেজের প্রিন্সিপাল এনিয়ে এক বিজ্ঞপ্তি ঝুলিয়েছেন। তাতে বলা হয়েছে, একাধিকবার রেজিস্ট্রেশন করা পড়ুয়াদের আগের অরিজিনাল রেজিস্ট্রেশন কপি ৬ নভেম্বরের মধ্যে জমা করতে হবে। তা না করলে ওই পড়ুয়ার রেজিস্ট্রেশন বাতিল হবে। অর্থাৎ তাঁরা কলেজের ছাত্র নন।

    আচমকা কলেজ কর্তৃপক্ষকে কেন এমন নোটিশ ঝোলাতে হল? জানা গিয়েছে, ২০২২ সালে ওই কলেজ থেকে পাশ করে বেরিয়ে যান তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সুমিত মণ্ডল। ২০২৩ সালে ফের নন্দীগ্রাম সীতানন্দ কলেজে আবার বিএ জেনারেল কোর্সে তিনি ভর্তি হন। তারপর টানা দু’বছর ফার্স্ট সেমেস্টারে রয়েছেন। প্রতিটি সেমেস্টারের মেয়াদ ছ’মাস। অর্থাৎ তার ফোর্থ সেমেস্টারে ওঠে যাওয়ার কথা ছিল। কিন্তু, সুমিতবাবু বারবার রেজিস্ট্রেশন করে কলেজে একই সেমেস্টারে থেকে গিয়েছেন। শুধু সুমিতবাবু নন, তাঁর মতো একাধিক ছাত্রনেতা কলেজে নিজেদের দাপট অক্ষুন্ন করতে পাশ করার পরও ভর্তি হয়েছেন। বার বার তাঁরা রেজিস্ট্রেশন করিয়েছেন।

    সম্প্রতি প্রিন্সিপাল সুমিতবাবুকে কলেজে আসতে নিষেধ করেছেন। অর্থাৎ ওই ছাত্রনেতা কলেজের স্টুডেন্ট নন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁর মতো আরও বেশকিছু ছাত্রনেতা বারবার রেজিস্ট্রেশন করে একই সেমেস্টারে রয়েছেন। শুধু তাই নয়, ওই কলেজ থেকে পাশ করে বেরিয়ে যাওয়া বেশ কয়েকজন ছাত্রনেতা এবছরও ভর্তির জন্য আবেদন করেছেন। এই মুহূর্তে রাজ্যের নির্দেশে কলেজ কর্তৃপক্ষ ফার্স্ট সেমেস্টারে ভর্তি নিচ্ছে। অনলাই঩নে আবেদনের ভিত্তিতে ভর্তি নেওয়া হচ্ছে। নন্দীগ্রাম সীতানন্দ কলেজে ২৫-২৬ বছর বয়সে বেশ কয়েকজন হঠাৎ পড়াশোনায় আগ্রহী হয়েছেন। তাঁরা আগেই কলেজ থেকে পাশ করে বেরিয়ে গিয়েছেন। কেউ কেউ কলেজ পাশ করার পর ভোকেশনাল নিয়ে উচ্চ মাধ্য‌঩মিকে ভর্তি হয়েছেন। তারপর ফের সেই কোর্স করতে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে হাজির। গোটা বিষয়টি অবাক করার মতো।

    একজন পড়ুয়া কলেজে ভর্তি হওয়ার পর একবারই রেজিস্ট্রেশন করতে পারেন। বারবার রেজিস্ট্রেশন করা যায় না। এনিয়ে কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছিল। বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, একাধিকবার রেজিস্ট্রেশন করার নিয়ম নেই। সেক্ষেত্রে আগের রেজিস্ট্রেশন কার্ড কলেজ কর্তৃপক্ষ জমা নিয়ে নিক। সেইমতো ৩০ অক্টোবর প্রিন্সিপাল নোটিশ জারি করেছেন। এই নোটিশে দ্বিতীয়বার ভর্তি হতে আসা পড়ুয়াদেরও বার্তা দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

    নন্দীগ্রাম সীতানন্দ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সুমিতবাবু বলেন, ২০২২ সালে আমি অনার্স কমপ্লিট করেছি। তারপর ২০২৩ সালে জেনারেল কোর্সে ভর্তি হই। প্রিন্সিপাল আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন, আমি আর কলেজে ক্লাস করতে পারব না। আমার মতো এরকম বেশ কয়েকজন আছেন। আসলে আমরা প্রিন্সিপালের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। সেজন্য উনি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন। 

    কলেজের প্রিন্সিপাল সামু মাহালি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম সকলের জন্য প্রযোজ্য। একাধিকবার রেজিস্ট্রেশন করা যায় না। কেউ কেউ করেছেন। তাঁদের আগের রেজিস্ট্রেশন জমা করতে বলা হয়েছে। কলেজ পরিচালন কমিটির সভাপতি আবু তাহের বলেন, একজন পড়ুয়া একবার রেজিস্ট্রেশন করবেন। বারবার করা যায় না। যাঁরা করেছেন তাঁদের উদ্দেশ্যে এই নোটিশ।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)