• উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে ষষ্ঠ স্থানাধিকারী ডোমকলের তুহিন
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠস্থান অধিকার করল ডোমকলের ছাত্র তুহিন আক্তার। সে ৯৭.৮৯ শতাংশ নম্বর পেয়েছে। তার এই ফলাফলে উচ্ছ্বসিত এলাকাবাসী থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। আগামী দিনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে নামী সংস্থায় কাজ করার স্বপ্ন তার। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) জয়ন্ত হালদার বলেন, আমাদের জেলায় পাশের হার ৯০.৮২ শতাংশ। রাজ্যের মেধা তালিকায় ডোমকলের তুহিন ষষ্ঠ স্থান অধিকার করেছে।

    তুহিনের বাবা সামসুল আলম সারাংপুর হাইমাদ্রাসার গণিতের শিক্ষক। আর মা মুর্শিদা খাতুন এক গৃহকর্ত্রী। ডোমকলের বসন্তপুর এলাকার রমনা এতবারনগরের মধ্যবিত্ত এই পরিবার থেকে উঠে আসা বছর ১৭-র তুহিন প্রথম থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। পড়শোনার প্রতি তার প্রবল ঝোঁক রয়েছে। বরাবরই ক্লাসে প্রথমের সারিতেই থাকত সে। শুধু পাঠ্যপুস্তকের মধ্যে ডুবে থাকা নয়, অবসর সময়ে গল্পের বই পড়ে সে। তার প্রথম পছন্দ গোয়েন্দা গল্প। উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৯০এর মধ্যে ১৮৬ পেয়েছে তুহিন। ফিজিক্স ও কেমিস্ট্রি দুই বিষয়েই ৩৫ এর মধ্যে ৩৫ পেয়েছে সে। ইংরেজিতেও ৪০এর মধ্যে ৪০ নম্বর পেয়েছে তুহিন। আর বাংলা ও গণিতেও ৪০ মধ্যে ৩৮ করে নম্বর পেয়েছে। তুহিন বলেন, এইরকম ফল করে খুব ভালো লাগছে। তবে, আর একটু ভালো হবে আশা করেছিলাম। সবসময় পরিবার পাশে থাকার কারণেই এই ফল। খুব বেশি টিউশনের উপর নির্ভর না করে আমি সেল্ফ স্টাডিকেই প্রাধান্য দিয়েছি। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে নামী সংস্থায় চাকরি করতে চাই। তুহিনের বাবা সামসুল আলম বলেন, ছেলে ভালো ফলাফল করায় ভীষণ খুশি হয়েছি। তবে, আর একটু ভালো ফল হবে বলে আশা করেছিলাম।

    এবছর জেলায় উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৬ হাজার ১৯৭ জন। ১২৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। মোট ৩৩ হাজার ৬৯১ জন ছাত্রী এবং ২২ হাজার ৫০৬জন ছাত্র পরীক্ষায় বসেন। 

     ডোমকলের কৃতী তুহিন আক্তার।
  • Link to this news (বর্তমান)