• ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু এবার নানুরের কিশোরের
    বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রামের পর এবার নানুর! ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মর্মান্তিক মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দুধকুমার বাগদি(১৭)। তার বাড়ি নানুর থানার বড়া গ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার শঙ্খভরম এলাকায় রেললাইনের ধার থেকে তার দেহ উদ্ধার করে আরপিএফ। তারপরেই খবর পাঠানো হয় পরিবারে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই মৃত্যু স্বাভাবিক নয় বলে তাঁর দাবি। মৃতের পরিবারেরও সন্দেহ, বাংলা বলার কারণেই হয়তো তাঁদের ছেলেকে খুন করা হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল দুধকুমারের। কিন্তু, সংসারে চরম অর্থাভাবের কারণে স্কুল ছেড়ে গত বুধবারই ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দেয় দুধকুমার। দুধকুমার মামা সত্য বাগদি বলেন, সংসারে চরম অভাব ছিল। তার উপর ওর বাবা প্রতিবন্ধী। উনি ভিন রাজ্যে থাকলেও কাজকর্ম বিশেষ করতে পারেন না। সেই কারণেই সংসারের হাল ধরতে বেঙ্গালুরুতে কাজে যাচ্ছিল দুধকুমার। গত বুধবারই ছেলেটা ট্রেনে চেপেছিল। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা নাগাদ ফোন করেছিলাম, ধরেনি। ঘণ্টাখানেক পরে ফোন করলে রেল পুলিশের এক কর্মী সেই ফোন তোলেন। তিনিই জানান, ট্রেনে কাটা পড়ে দুধকুমারের মৃত্যু হয়েছে। 

    নাবালকের মৃত্যুর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জেলা পরিষদের সভাধিপতি। ওই যুবককে খুন করা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। কাজল সাহেব বলেন, ট্রেন থেকে পড়ে যাওয়াটা আমাদের অবাকই করছে। হয়তো বাংলায় কথা বলার কারণেই কেউ কিছু করেছে। এনিয়ে আমরা থানায় অভিযোগ করব। কী কারণে মৃত্যু হয়েছে, তা পুলিশকে তদন্ত করে দেখতে বলব। তবে, ওই যুবক পরিযায়ী শ্রমিক হিসেবে সরকারি খাতায় নথিভুক্ত না। ফলে সরকারি সুযোগ সুবিধা বিশেষ পাবে না। তবে দলগতভাবে আমরা পরিবারটির পাশে রয়েছি। 

    উল্লেখ্য, গত সপ্তাহেই বীরভূমের পাড়ুই থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা প্রতীক হেমব্রমের দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশে। কানপুর জেলার গোবিন্দনগর থানা এলাকায় রেললাইনের ধারে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। স্বামীকে খুন করা হয়েছে বলে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতীকের স্ত্রী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক পরিযায়ীর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে জেলায়।
  • Link to this news (বর্তমান)