পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনার স্কুল থেকে র্যাঙ্ক করল জেলার সাত পড়ুয়া, পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৬.৫৯ শতাংশ
বর্তমান | ০১ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুরের সাত কৃতী ছাত্র উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের মেধা তালিকায় জায়গায় করে নিয়েছে। তবে, তারা কেউই এই জেলার স্কুল থেকে র্যাঙ্ক করেনি। পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়েই এই সাফল্য পেয়েছে তারা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পেজে ওই কৃতীদের নামের পাশে জেলা হিসেবে পুরুলিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা জুড়েছে ঠিকই। কিন্তু, প্রথম স্থানাধিকারী সহ সাত কৃতী ছাত্র পূর্ব মেদিনীপুরের সন্তান।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে প্রথম হয়েছে আদিত্যনারায়ণ জানা। ১৯৫ নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর ১৯৩। তার বাড়ি পাঁশকুড়ার ডাবুয়াপুকুরে। চতুর্থ স্থানে রয়েছে হলদিয়ার আলেখ্য মাইতি। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ১৯০ নম্বরে মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১৮৭ (মূলত ল্যাব এবং নন ল্যাব বিষয়ের জন্য পূর্ণ নম্বর কমবেশি ছিল)। ষষ্ঠ স্থানে পাঁশকুড়ার সোহানদীপ খাটুয়া ও হলদিয়ার সৌম্যদীপ ধাড়া। দু’জনেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। মোট ১৯০ নম্বরের মধ্যে তারা ১৮৬ নম্বর পেয়েছে। সপ্তম স্থানে আছে তমলুকের শুভদীপ দিণ্ডা। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। নবম স্থানে তমলুকের সর্বজিৎ যশ। এছাড়া, তমলুকের ঋত্বিক দত্ত ও শুভ্রকান্তি জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে দশম স্থানাধিকারী।
নতুন ফর্মাটের এই পরীক্ষায় পূর্ব মেদিনীপুরের ৯৬.৫৯ শতাংশ ছাত্রছাত্রী পাশ করল। পাশের নিরিখে দক্ষিণ ২৪ পরগনা ও নদীয়ার পর তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। ওই পরীক্ষায় মোট ৬৯ জন মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। তারমধ্যে অবশ্য পূর্ব মেদিনীপুরের কোনও স্কুলই নেই। তবে, এই জেলার সাত মেধাবী পড়ুয়া অন্য জেলার স্কুল থেকে র্যাঙ্ক করে জেলার মুখ উজ্জ্বল করেছে। সার্বিকভাবে জেলার ফলাফলও ভালো। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৪৪ হাজার ৪০০ ছাত্রছাত্রী একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিল। তাঁদের মধ্যে ৪০ হাজার ১৭৪ জন তৃতীয় সেমেস্টারে বসার জন্য ফর্ম ফিলআপ করে। সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল। মোট ৭১টি সেন্টারে ৩৯ হাজার ৬৬৯ জন পরীক্ষায় বসে। বাকি পড়ুয়ারা পরীক্ষায় বসেনি। ক্লাস টুয়েলভে উঠেও প্রায় পাঁচ হাজার ছাত্রছাত্রী পরীক্ষাই দেয়নি। অথচ, তারা প্রত্যেকে ট্যাব কেনার টাকা পেয়েছিল। উচ্চ মাধ্যমিকের পূর্ব মেদিনীপুর জেলা কনভেনার সমীর ভৌমিক বলেন, আমাদের জেলা পাশের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে। এই জেলার কোনও স্কুল থেকে র্যাঙ্ক না হলেও এই জেলার সাত কৃতী পড়ুয়া নরেন্দ্রপুর এবং পুরুলিয়ার নামী স্কুল থেকে মেধা তালিকায় জায়গায় করেছে।